সরকারের মতোই বিভ্রান্তিকর বাজেট, কটাক্ষ রাহুল গাঁধীর

Published : Feb 01, 2020, 02:26 PM IST
সরকারের মতোই বিভ্রান্তিকর বাজেট, কটাক্ষ রাহুল গাঁধীর

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় বাজেট-এর সমালোচনায় রাহুল গাঁধী সরকারের মনোভাবই বাজেটে ফুটে উঠেছে যুবসমাজের জন্য বাজেটে কিছুই নেই, দাবি রাহুলের


মোদী সরকার নিজে বিভ্রান্ত, আর সেই বিভ্রান্তিই ফুটে উঠেছে নির্মলা সীতারমণের বাজেটে। এভাবেই কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। একই সঙ্গে তাঁর অভিযোগ, সংসদের ইতিহাসে এটিই দীর্ঘতম বাজেট। কিন্তু তার গোটাটাই অন্তঃসারশূন্য। 

রাহুল অভিযোগ করেছেন, এই বাজেটে দেশের যুব সমাজ বা বেকারদের জন্য কিছুই নেই। সরাসরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে এর প্রতিবাদে সরব হওয়ার জন্য দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ। তাঁর দাবি, যুবসমাজ এবং বেকারদের চাকরি কীভাবে হবে, তার জন্য কোনও দিশা দেখাতে পারেননি নির্মলা সীতারমণ। 

আরও পড়ুন- পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর নয়, শর্তস্বাপেক্ষে ছাড় বাড়ালেন নির্মলা

কটাক্ষ করে রাহুল বলেন, 'আড়াই ঘণ্টা ধরে বাজেট পেশ করেছেন, এটাই ঐতিহাসিক। তাছাড়া গোটা বাজেটেই একই কথার বার বার পুনরাবৃত্তি করলেন, কথা বলতে গিয়ে থমকে গেলেন অর্থমন্ত্রী। দেশের মূল সমস্যা বেকারত্ব। অথচ যুবসমাজ কীভাবে চাকরি পাবে, তার পথ দেখাতে পারলেন না অর্থমন্ত্রী। অনেক কৌশলের কথা বললেন, কিন্তু নির্দিষ্ট কোনও ভাবনা নেই। আসলে এই সরকারের মনোভাব কী, সেটাই এই বাজেটে প্রতিফলিত হয়েছে। খালি মুখে প্রচুর কথা, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।'

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের