সুরাটের আদালতে রাহুল গান্ধী, রায়ে অন্তবর্তী স্থগিতাদেশের আর্জি কংগ্রেস নেতার

সুরাটের সেশন কোর্টে রাহুল গান্ধী। সঙ্গে প্রিয়াঙ্কা-সহ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব। ম্যাজিস্ট্রেটের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ রাহুল গান্ধীর।

 

Web Desk - ANB | Published : Apr 3, 2023 10:09 AM IST

সুরাটের দায়রা আদালতের দ্বারস্থ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ২০১৯ সালের দায়ের করা মানহানির মামলায় তিনি দোষী সাব্যস্ত তিনি। দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আপিলের আবেদন নিয়েই সুরাটের দায়রা আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সূত্রের খবর আদালতে রাহুল গান্ধী দোষী সাব্যস্ত হওয়ার ওপর অন্তবর্তী স্থগিতাদেশের জন্য অনুরোধ জানিয়েছেন। আদালত যদি তাঁর আবেদন মেনে নেয় তাহলে তিনি তিনি তাঁর লোকসভার সদস্যপদও ফিরে পেতে পারেন। কিন্তু আদালতের রায়ের আগে যদি ওয়াইনাডের নির্বাচনের দিন ঘোষণা করা হয় তাহলে তিনি আরও লোকসভার সদস্যপদ ফিরে পাবেন না।

যাইহোক রাহুল গান্ধী এদিন তাঁর বোন তথা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন, অশোক গেহলট, ভূপেশ বাঘেলা, সুখবিন্দর সিং সুখু। তাঁরা জানিয়েছেন, রাহুল গান্ধীকে নৈতিক সমর্থন দেওয়ার জন্যই তাঁরা সুরাটে এসেছেন। রাহুল গান্ধী এদিন আদালতে হাজিরা হওয়ার আগে গতকাল তাঁর মা সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। তবে রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেস নেতাদের এই সুরাটের আদালতে উপস্থিত হওয়ার জন্য রীতিমত কটাক্ষ করেছে বিজেপি।

সুরাটের আদালতে রায়ঃ

চিফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট এইচএইচ ভার্মা ২০১৯ সালের দায়ের করা মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিলেন। তাঁকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ১৫ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাঁর জামিনও মঞ্জুর করেছেন। একই সঙ্গে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁকে উচ্চ আদালতে যাওয়া অনুমতি দিয়েছেন। রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি নেতা পূর্ণেশ মোদী মামলা দায়ের করেছিলেন। কর্ণটকে লোকসভার প্রচারে গিয়ে রাহুল গান্ধী নীরব মোদী ও ললিত মোদী ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে বলেছিলেন 'সব চোরেদের পদবী কেন মোদী হয়?' যদিও বিজেপির অভিযোগ রাহুল গান্ধী পিছিয়ে পড়াদের লক্ষ্য করে কটু মন্তব্য করেছেন। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছে বিজেপি।

সাংসদ পদ খারিজ

গুজরাট আদালতের রায় ঘোষণার পরেই লোকসভা সচবিচালয় জানিয়েদ দিয়েছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লোকসভা থেকে অযোগ্য সাংসদ হিসেবে ঘোষণা করা হয়েছে। ওয়াইনাডের সাংসদ হিসেবে তাঁক অযোগ্যতা ২৩ মার্চ ২০২৩ সাল থেকে কার্যকর হয়েছে। অর্থাৎ তিনি এখন আর সাংসদ নন। তাঁর দোষী সাব্যস্ত হওয়ার দিন থেকে তা কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে। সুরাটেরর আদালত বৃহস্পতিবার মানহানির মামলায় রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। মোদী পদবী নিয়ে তাঁর মন্তব্যের অভিযোগে গুজরাটের বিধায়ক পূর্ণেশ মোদী তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

Share this article
click me!