Rahul Gandhi: কুলি অবতারে রাহুল গান্ধী, দিল্লির স্টেশনে মাথায় মালপত্র তুলে নিলেন কংগ্রেস সাংসদ, দেখুন ভিডিও

Published : Sep 21, 2023, 02:52 PM IST
rahul

সংক্ষিপ্ত

জানা যাচ্ছে স্টেশন চত্ত্বরে কুলিদের সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি। আশ্বাস দেন তাঁদের পাশে থাকার। এই দিন কুলিদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের বেশভুষাও বদলালেন কংগ্রেস নেতা।

বৃহস্পতিবার নতুন অবতারে দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। পরনে লাল জামা, দিল্লির আনন্দ বিহার স্টেশনে কুলি বেশে দেখা গেল ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওয়ে রাহুল গান্ধীকে দেখা গেল মাথায় একটি নীল রঙের ব্যাগ তুলে নিতে (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)। জানা যাচ্ছে স্টেশন চত্ত্বরে কুলিদের সমস্যা নিয়ে কথা বলেছেন তিনি। আশ্বাস দেন তাঁদের পাশে থাকার। এই দিন কুলিদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের বেশভুষাও বদলালেন কংগ্রেস নেতা।

 

 

বৃহস্পতিবার কংগ্রেসের এক্স হ্যান্ডেল (পূর্বতন টুইটার) থেকে রাহুল গান্ধীর এই ভিডিও শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশনে লেখা হয়,"জননেতা রাহুল দিল্লির আনন্দ বিহার স্টেশনে কুলিদের সঙ্গে দেখা করেছেন। সেখানে গিয়ে তিনি কুলি এবং মালবাহকদের কথা শোনেন।" কংগ্রেসের পক্ষ থেকে আরও জানানো হইয়েছে যে, "ভার‍ত জোড়ো যাত্রা এখনও চলছে। উল্লেখ্য, এর আগেও রাহুলকে একাধিকবার জনসংযোগের জন্য বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা গিয়েছে। এর আগে দিল্লির করোল বাগ এলাকায় একটি গযারেজের মিস্ত্রিদের সঙ্গে বাইক সারাতে দেখা গিয়েছিল তাঁকে। এমনকী হাতে স্ক্রু ড্রাইভার-সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে বসে থাকা রাহুলকে দেখা গিয়েছিল একেবারে 'মিস্ত্রি'বেশে।

প্রসংগত, সম্প্রতি বিদেশ সফর থেকে ফিরেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখান থেকেই কেন্দ্রীয় সরকারের দেশের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে চড়া সুরে নিন্দা করেন। তিনি বলেন, জি২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণপত্রগুলিতে 'ভারত প্রেসিডেন্সি' লেখা হয়েছে। এই বিষয়টি নিয়ে উত্তাল হচ্ছে দেশের সোশ্যাল মিডিয়ায়। অনেক মানুষও আলোচনা করেছেন। তিনি বলেন কেন্দ্র সরকার দেশের মানুষকে আতঙ্কিত করার প্রতিক্রিয়া ছাড়া আর কিছুই নয়।

রাহুল গান্ধী এদিন আরও বলেন, যতবার তাঁর দল ক্রোনি ক্যাপিটালিজম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ততবারই এই জাতীয় বিতর্কগুলি দেখা গেছে। এই সপ্তাহের শেষেই জি২০ শীর্ষ সম্মেলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ব নেতাদের কাছে যে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন সেখানেই ইন্ডিয়ার পরিবর্তে ভরত নাম ব্যবহার করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল