'রাহুল গান্ধী বোকা ... দুর্নীতির টাকা নিয়ে বিদেশে চলে যেতেন', বিজেপি নেতার সাক্ষাৎকার ভাইরাল

সাক্ষাৎকারে সুব্রাহ্মণ্যম স্বামী বলেছেন, রাহুল গান্ধী একজন বোকা লোক। তিনি সোনিয়া গান্ধীকে একজন হতাশ মানুষ বলেও চিহ্নিত করেছেন

 

দীর্ঘ অপেক্ষার পরই রায়বরেলি কেন্দ্রের জন্য মনোনয়ন দাখিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যার অর্থ ভোটের লড়াইতে তিনি আবারও উত্তর ভারতে ফিরে এলেন। তারপরই বিজেপির একাধিক নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন। এবার রাহুল গান্ধীকে আক্রমণ করেন বিজেপির শীর্ষস্থানীয় নেতা সুব্রাহ্মণ্যম স্বামী। ইউটিউব চ্যানেল BeerBicepsকে একটি সাক্ষাৎকার দিয়েছেন স্বামী। সেখানেই তিনি রাহুল ও সোনিয়াকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন।

BeerBicepsকে দেখা সাক্ষাৎকারে সুব্রাহ্মণ্যম স্বামী বলেছেন, রাহুল গান্ধী একজন বোকা লোক। তিনি সোনিয়া গান্ধীকে একজন হতাশ মানুষ বলেও চিহ্নিত করেছেন। পাশাপাশি রাহুল ও সোনিয়া ভারত বিরোধী শক্তির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেছেন। তিনি আরও বলেছেন, মা ও ছেলে বাধ্যবাধতকার কারণে রাজনীতিতে এসেছেন। দেশের প্রতি তাঁদের ভালবাসা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন বিজেপি নেতা।

Latest Videos

ঢাঁক বাজালেন মমতা, রাণাঘাটের প্রচারমঞ্চে সন্দেশখালির ভিডিও নিয়ে বিজেপিকে আক্রমণ

BeerBicepsকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা বলেছেন, বাধ্যবাধকতা বা থাকলে সোনিয়া আর রাহুল দুর্নীতি থেকে যে অর্থ পেয়েছেন, তা নিয়ে ইউরোপে পালিয়ে যেতেন। তিনি আরও বলেছেন, রাহুল গান্ধীর সঙ্গে তাঁর যোগাযোগ নেই। তবে তাঁর বাবা রাজীব গান্ধী তাঁর বন্ধু ছিল ছিলেন। যোগাযোগই ছিল। রাহুলের মধ্যে একটি শিশুসুলভ ব্যাপার ছিল। তিনি আরও বলেন, রাহুলরা কেন ইউরোপে যায়নি তা বলতে পারবে সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীর ওয়েটারের চাকরি নিয়েও কটাক্ষ করেন স্বামী। দেখুন সেই ভিডিওঃ

 

 

আমেঠি আর রায়বরেলি আসন নিয়ে যথেষ্টই জলঘোলা হয়েছে। মনোনয়নের দিলেই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। রায়বরেলির প্রার্থী রাহুল গান্ধী। যদিও আমেঠিতেই তিনি ফিরে আসবেন, সেখান থেকেই লড়াই করবেন বলেও গুঞ্জন ছিল দলের ভিতরে ও বাইরে। আলোচনা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করা নিয়েও। সবকিছুতে জল ঢেলে রাহুল গান্ধী বর্তমানে রায়বলেরিল প্রার্থী। প্রচারের জন্য আর বাকি মাত্র ১৫ দিন।

কুণাল-কাণ্ডে ড্যামেজ কন্ট্রোল করতে আসরে ডেরেক? বেকবাগানের অফিসে তিন তৃণমূল নেতার বৈঠক

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live : সেনা দিবসে যুদ্ধ জাহাজের কমিশন করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন | Asianet News Bangla
'স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারি চাই', স্বাস্থ্য ভবনের সামনে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
'প্রতিটা কাজের নির্দিষ্ট সময় থাকে, সঠিক সময়ে সঠিক কাজ করে দেবো' ঢাকাকে চরম বার্তা মোদীর! | PM Modi
'কে মরল ওনার কি! স্বাস্থ্যমন্ত্রীর গোটা পরিবার বিদেশে চিকিৎসা করায়' তোপ শুভেন্দুর |Suvendu Adhikari
PM Modi Live: মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, দেখুন সরাসরি