সংক্ষিপ্ত

রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে আমেঠির প্রার্থীর নামও ঘোষণা করেছে কংগ্রেস। সেখানে প্রার্থী করা হয়েছে কিশোরী লাল শর্মাকে।

 

শেষ পর্যন্ত আমেঠিকে পিঠ দেখাল গান্ধী পরিবার। দীর্ঘদিনের পারিবারিক আসন ছেড়ে দিল তারা। গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী হেরে গিয়েছিলেন স্মৃতি ইরানির কাছে। কংগ্রেস শিবিরে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল এবারও রাহুল গান্ধী আমেঠিতে দাঁড়িয়ে স্মৃতি ইরানির বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু মনোনয়নের দিনেই কংগ্রেসের ঘোষণা রাহুল গান্ধী আমেঠি নয়। দ্বিতীয় কেন্দ্র হিসেবে রায়বরেলি থেকেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারপরই মা সোনিয়া গান্ধী আর বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়েই জেলা শাসকের দফতরে মনোনয়ন দাখিল করেন। সঙ্গে ছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে রাহুল গান্ধীর এই প্রতিদ্বন্দ্বিতা করার তীব্র বিরোধিতা করেছেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে আমেঠির প্রার্থীর নামও ঘোষণা করেছে কংগ্রেস। সেখানে প্রার্থী করা হয়েছে কিশোরী লাল শর্মাকে। আমেঠি থেকে টানা তিনবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাহুল। প্রথম দুইবা জিতেছেন। কিন্তু ২০১৯ সালের নির্বাচনে স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল। অন্যদিকে রায়বরেলি কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ সোনিয়া গান্ধী। বর্তমানে সদস্যপদ ছেড়ে রাজ্যসভার সাংসগ। এই কেন্দ্রে প্রিয়াঙ্কা গান্ধীর নাম নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এবারও হয়তো সংসদীয় রাজনীতিতে হাতেখড়ি হল না প্রিয়াঙ্কার। এবারও তিনি থেকে গেলেন আড়ালে। সোনিয়ার ছেড়ে যাওয়া কেন্দ্রের প্রার্থী হয়েছেন তাঁর ছেলে রাহুল গান্ধী।

'সত্যের জয় হবেই!' কোনও কৌশলের কাছে মাথা নিচু করবেন না বলে শ্লীলতাহানির অভিযোগে বললেন রাজ্যপাল

তবে রাহুল গান্ধীর আমেঠি ছেড়ে রায়বরেলিতে দাঁড়ানো নিয়ে রীতিমত কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আমি আজও তাঁকে বলতে চাই ভয় পেওয় না, পালিয়ে যেওনা।' তিনি আরও বলেছেন, আগেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে মা ও ছেলে উভচই ভয়ে তাদের আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি আরও বলেছেন, 'আমি বলেছিলাম তাদের সবথেকে বড় নেত্রীর প্রতিদ্বন্দ্বিতা করার সাহস নেই। তিনি ভয়ে পালিয়ে যাবেন। তিনি রাজস্থানে ছুটে গিয়েছিলেন এবং সেখান থেকে রাজ্যসভায় প্রবেশ করেছিলেন। ' মোদী আরও বলেছেন, 'আমি বলেছিলাম শাহজাদা ওয়েনাডে হেরে যাওয়ার ভয়ে রয়েছেন। এবং ভোট শেষ হওয়ার মুহূর্তে তিনি তৃতীয় আসন খুঁজতে শুরু করবেন। অবস্থা এমনই যে আমেঠিতে অনুগামী চাইলেও তিনি একটাই আতঙ্কিত যে আমেঠি ছেড়ে রায়বরেলির দিকে ঘুরে গেছেন। '

Narendra Modi: শুক্রবার রাজ্যে তিনটি জনসভা প্রধানমন্ত্রীর, বৃহস্পতিবারেই কলকাতায় মোদী