লাদাখ সফরে রাহুল গান্ধী। মন খুলে বাবা রাজীব গান্ধী তথা দেশের প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন।
লাদাখে বাইক সফর রাহুলের
প্যাংগং লেক পর্যন্ত বাইককে করেই যান রাহুল। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল কংগ্রেস নেতার অ্যাডভেঞ্চারের ছবি।
রাজীবের কথা
আজ প্রয়াত প্রধানমনন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। রাহুল স্মণরণ করেন তাঁকে। তিনি বলেন, রাজীব গান্ধী বলতেন, বিশ্বের সবথেকে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি হল প্যাংগং লেক।
২৫ অগাস্ট পর্যন্ত লাদাখে রাহুল
রাহুল গান্ধী জানিয়েছেন আগাস্ট পর্যন্ত তিনি লাদাখেই থাকবেন। ভারত জোড়ো যাত্রা কাশ্মীরে শেষ করেছিলেন রাহুল। সেই সময় লাদাখে যাননি। এবার তিনি আলাদা করেই লাদাখ সফর করেন।
রাহুলের ছবি
লাদাখে বাইক রাইডিংএর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন রাহুল। তিনি লিখেছেন 'উপরের দিরে ও এগিয়ে - অপ্রতিরধ্য'। অনেকেই মনে করছেন সফর কঠিন সেই কথাই বলেছেন রাহুল।
অ্যাডভেঞ্চার প্রিয় রাহুলের আক্ষেপ
রাহুল জানিয়েছেন তাঁর একটি KTM 390 বাইক রয়েছে। কিন্তু নিরাপত্তার জন্য সেটি তাঁকে ব্যবহার করতে দেওয়া হয় না। কিন্তু সেই আক্ষেপ তিনি মিটিয়ে নিয়েছেন লাদাখে গিয়েছ
সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী
নিজের বাইক চালানোর ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন রাহুল। তিনি জানিয়েছেন এই সফর তাঁর কাছে বেশ মজাদার।
স্পোর্টস বাইকে রাহুল
রাহুল গান্ধী হেলমেট, গ্লাভস , স্পোর্টস শু সব পরে অর্থাৎ নিয়ম মেনেই স্পোর্টস বাইক চালাচ্ছেন। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।
রাহুলের সঙ্গীরা
রাহুলের সঙ্গে বেইশ কয়েকজন সঙ্গীও ছিল। তাদেরও নিয়ম মেনে বাইক চালাতে দেখা গেছে। যেসব ছবি রাহুল আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।
লাদাখ সফরে প্রথম
জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ ও লাগাধ আলাদা কেন্দ্র শাসিত রাজ্য হওয়ার পরে এটাই ছিল রাহুলের প্রথম লাদাখ সফর। এর আগে তিনি কাশ্মীরের গিয়েছিলেন। তাই রাহুলের এই লাদাখ সফর বেশ গুরুত্বপূর্ণ।