স্পোর্টস বাইকে প্যাংগংএর দুর্গম পথে রাহুল গান্ধী, রাজীবকে স্মরণ করে অ্যাডভেঞ্চার কংগ্রেস নেতার

লাদাখ সফরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার সেখানেই রাজীব গান্ধীর জন্মদিন উদযাপ করেন। প্যাংগং লেকে গিয়েছিলেন বাইক চালিয়ে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি।

 

Saborni Mitra | Published : Aug 19, 2023 3:56 PM
110
লাদাখে রাহুল

লাদাখ সফরে রাহুল গান্ধী। মন খুলে বাবা রাজীব গান্ধী তথা দেশের প্রয়াত প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন।

210
লাদাখে বাইক সফর রাহুলের

প্যাংগং লেক পর্যন্ত বাইককে করেই যান রাহুল। সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল কংগ্রেস নেতার অ্যাডভেঞ্চারের ছবি।

310
রাজীবের কথা

আজ প্রয়াত প্রধানমনন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। রাহুল স্মণরণ করেন তাঁকে। তিনি বলেন, রাজীব গান্ধী বলতেন, বিশ্বের সবথেকে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি হল প্যাংগং লেক।

410
২৫ অগাস্ট পর্যন্ত লাদাখে রাহুল

রাহুল গান্ধী জানিয়েছেন আগাস্ট পর্যন্ত তিনি লাদাখেই থাকবেন। ভারত জোড়ো যাত্রা কাশ্মীরে শেষ করেছিলেন রাহুল। সেই সময় লাদাখে যাননি। এবার তিনি আলাদা করেই লাদাখ সফর করেন।

510
রাহুলের ছবি

লাদাখে বাইক রাইডিংএর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন রাহুল। তিনি লিখেছেন 'উপরের দিরে ও এগিয়ে - অপ্রতিরধ্য'। অনেকেই মনে করছেন সফর কঠিন সেই কথাই বলেছেন রাহুল।

610
অ্যাডভেঞ্চার প্রিয় রাহুলের আক্ষেপ

রাহুল জানিয়েছেন তাঁর একটি KTM 390 বাইক রয়েছে। কিন্তু নিরাপত্তার জন্য সেটি তাঁকে ব্যবহার করতে দেওয়া হয় না। কিন্তু সেই আক্ষেপ তিনি মিটিয়ে নিয়েছেন লাদাখে গিয়েছ

710
সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী

নিজের বাইক চালানোর ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন রাহুল। তিনি জানিয়েছেন এই সফর তাঁর কাছে বেশ মজাদার।

810
স্পোর্টস বাইকে রাহুল

রাহুল গান্ধী হেলমেট, গ্লাভস , স্পোর্টস শু সব পরে অর্থাৎ নিয়ম মেনেই স্পোর্টস বাইক চালাচ্ছেন। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

910
রাহুলের সঙ্গীরা

রাহুলের সঙ্গে বেইশ কয়েকজন সঙ্গীও ছিল। তাদেরও নিয়ম মেনে বাইক চালাতে দেখা গেছে। যেসব ছবি রাহুল আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।

1010
লাদাখ সফরে প্রথম

জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ ও লাগাধ আলাদা কেন্দ্র শাসিত রাজ্য হওয়ার পরে এটাই ছিল রাহুলের প্রথম লাদাখ সফর। এর আগে তিনি কাশ্মীরের গিয়েছিলেন। তাই রাহুলের এই লাদাখ সফর বেশ গুরুত্বপূর্ণ।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos