রাহুলের 'ভোট চোর' লারিসাই আরিয়ান খানের প্রেমিকা? কী বলেছেন এই রহস্যময়ী

Published : Nov 06, 2025, 04:13 PM IST

বিহারে ভোটের আগের দিনই দিল্লি রাহুল গান্ধী আবারও তাঁর কথিত 'হাইড্রোজেন বোমা' ফাটিয়েছিলেন। সেখানে তিনি এক সুন্দরী তন্নীর ছবি প্রকাশ করেন। পাশাপাশি ঘোষণা করেন এই মহিলা বিজেপির হয়ে ভোট চুরি করেছে হরিয়ানায়। রইল সেই মহিলার পরিচয়। 

PREV
15
রাহুল গান্ধীর বোমা

বিহারে ভোটের আগের দিনই দিল্লি রাহুল গান্ধী আবারও তাঁর কথিত 'হাইড্রোজেন বোমা' ফাটিয়েছিলেন। সেখানে তিনি এক সুন্দরী তন্নীর ছবি প্রকাশ করেন। পাশাপাশি ঘোষণা করেন এই মহিলা বিজেপির হয়ে ভোট চুরি করেছে হরিয়ানায়। সুইটি, শ্বেত-সহ একাধিক নামে ভোটার তালিকায় প্রায় ২২টি নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে এই মহিলার ছবি। তারপরই সুন্দরী মহিলাকে নিয়ে চর্চা শুরু হয়ে যায় গোটা দেশজুড়ে।

25
রাহুলের ঘোষণা

রাহুল গান্ধী অবশ্য নিয়েই জানিয়েছিলেন এই মহিলা ব্রাজিলের মডেল। তিনি বলেছিলেন, ব্রাজিলের এক ম়ডেলের ছবি ভোটার তালিকায় ২২টি নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে। কিন্তু রাহুলের এই ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় মহিলাকে নিয়ে আলোচনার ঝড় ওঠে। সেই খবর পৌঁছায় সমুদ্র পেরিয়ে শত যোজন দূরে ব্রাজিলে। মুখ খোলেন রাহুলের রহস্যময়ী।

35
মহিলার মহিলার পরিচয়

মহিলার নাম লারিসা বোনেসি। তিনি ব্রাজিলের বাসিন্দা। ব্রাজিলের মডেল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি একজন হেয়ার স্টাইলিসই। লারিসা অবশ্য ভারতে তাঁর নাম ও ছবি নিয়ে চর্চা হওয়ায় মুখ খুলেছেন। তিনি বলেছেন, তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে ভারতের রাজনীতির কোনও যোগ নেই। অন্য কোনও কিছুর যোগ রয়েছে কিনা সেই প্রশ্নের অবশ্য উত্তর পাওয়া যায়নি।

45
লারিসা বলেছেন

লারিয়া বলেছেন, 'একি পাগলামো! ভারতের রাজনীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার ছবি একটি স্টক ইমেজ প্ল্যাটফর্ম কিনেছিল। এরপর কোথায় তা ব্যবহার করা হয়েছে তা আমি জানি না। আমি কখনও ভারতে যাইনি। আমি ব্রাজিলের একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার, হেয়ারড্রেসার। আমি ভারতীয়দের ভালবাসি।' তবে ভারতের সোশ্যাল মিডিয়া যে তাঁর নাম আর ছবিতে ছেয়ে গেছে তা তিনি জানেন। তিনি জানিয়েছেন, যে ছবি নিয়ে চর্চা হচ্ছে সেটি তারই ছবি। তিনি আরও জানিয়েছেন ভোটের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

55
লারিসার সঙ্গে আরিয়ানের প্রেম!

এরই মধ্য়ে আবার নাম জড়িয়ে পড়েছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের। বলিউডে গুঞ্জন ব্রাজিলের মডেল লারিসার সঙ্গে প্রেম রয়েছে আরিয়ান খানের। কিন্তু লারিসার অনুমাগীরা অবশ্য বলছেন, রাহুল যে লারিসার ছবি দেখিয়েছেন সেই লারিয়া আর ব্রাজিলের মডেল লারিয়া এক নন। সব মিলিয়ে ভারতের মতই লারিসার নাম নিয়ে চর্চা শুরু হয়েছে ব্রাজিলেও।

Read more Photos on
click me!

Recommended Stories