- Home
- West Bengal
- West Bengal News
- BLOরা SIR-এর জন্য কত টাকা করে পাবেন? সাম্মানিক ১২০০০ টাকার সঙ্গে উৎসহ ভাতাও যোগ হবে
BLOরা SIR-এর জন্য কত টাকা করে পাবেন? সাম্মানিক ১২০০০ টাকার সঙ্গে উৎসহ ভাতাও যোগ হবে
নির্বাচন কমিশন সূত্রের খবর BLO-দের উৎসহ ভাতা দেওয়া হবে। উৎসহ ভাতা বা ইনসেনটিভ হিসেবে ৬০০০ টাকা দেবে। তারমধ্যে ১০০০ টাকা দেওয়া হবে ফোনের খরচ হিসেবে। বিহারেও BLOদের এই টাকা দিয়েছিল কমিশন।

বিএলও (BLO)-দের কাজ
নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মী বুথ লেভেল অফিসার। বা বিএলও। তারাই ভোটার তালিকার নিবিড় সংশোধনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এরাই বাড়ি বাড়ি এনামুরেশন ফর্ম বিলি করবেন। তা সংগ্রহ করবেন। ভোটার তালিকায় নাম তোলার বিষয় এদের হাতেই মূল চাবিকাঠি।
BLO-দের উৎসহ ভাতা
নির্বাচন কমিশন সূত্রের খবর BLO-দের উৎসহ ভাতা দেওয়া হবে। উৎসহ ভাতা বা ইনসেনটিভ হিসেবে ৬০০০ টাকা দেবে। তারমধ্যে ১০০০ টাকা দেওয়া হবে ফোনের খরচ হিসেবে। বিহারেও BLOদের এই টাকা দিয়েছিল কমিশন।
সাম্মানিক বৃদ্ধি
নির্বাচন কমিশন জানিয়েছে BLO-রা আগে সাম্মানিক হিসেবে প্রতি বছর ৬০০০ টাকা পেতেন। এবার তা বৃদ্ধি করে ১২০০০ টাকা করা হচ্ছে। সব মিলিয়ে একটা মোটা অঙ্কের টাকা হাতে পাচ্ছেন BLOরা।
BLO-দের অভিযোগ
BLO-দের অভিযোগ এসআইআর-এর কাজের জন্য তাদের ডেটা লাগছে। ফোন থেকেই কাজ করতে হচ্ছে। পাশাপাশি যাদের স্মার্ট ফোন নেই তাদের ফোন কিনতে হচ্ছে। যা নিয়ে প্রশিক্ষণের সময় তারা বিক্ষোভও দেখিয়েছিলেন।
টাকার হিসেবে
উৎসাহ ভাতা হিসাবে বিএলও-দের ছ’হাজার টাকা করে দেওয়া হবে। তার মধ্যে মোবাইলের খরচ হিসাবে এক হাজার টাকা দেওয়া হবে। কমিশন সূত্রে খবর, বিএলও-রা প্রতি বছর ভোটার তালিকা পর্যালোচনা (রিভিশন)-র কাজে ছ’হাজার টাকা পেতেন। এসআইআরের কাজে সেই সাম্মানিকের পরিমাণ বাড়িয়ে ১২ হাজার টাকা করা হয়েছে। প্রতি বছর সামারি রিভিশন হত অক্টোবরের পরে। বিএলও-দের কাজ চলত প্রায় ডিসেম্বর পর্যন্ত।
টাকার হিসেব
প্রায় ২ মাসের জন্য এই কাজের খরচ হিসেবে ৫০০ টাকা দেওয়া হত বিএলও-দের। এ বার এসআইআরের কাজের জন্য সেই খরচ বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে। তার মধ্যেই ধরা হয়েছে মোবাইলের খরচ। ওই এক হাজারের সঙ্গে আরও পাঁচ হাজার টাকা যোগ করে মোট ছ’ হাজার টাকা ইনসেনটিভ পাবেন বিএলও-রা। নবান্ন সূত্রে খবর, সিইও দফতর থেকে ইতিমধ্যে রাজ্য অর্থ দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

