'কীভাবে ভোট চুরি করছে নির্বাচন কমিশন?' কমিশনের পাল্টা তোপ রাহুল গান্ধীর

Saborni Mitra   | ANI
Published : Aug 17, 2025, 07:23 PM IST

এদদিকে নির্বাচন কমিশন যখন ভোট চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছে তখন ভোট চুরি ইস্যুতে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহু গান্ধী। 

PREV
15
কমিশনের পাল্টা কংগ্রেস

এদদিকে নির্বাচন কমিশন যখন ভোট চুরির অভিযোগ উড়িয়ে দিয়েছে তখন ভোট চুরি ইস্যুতে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহু গান্ধী। মহারাষ্ট্র থেকে বিহার বা অন্য কোথাও ভোট চুরি করতে দেওয়া হবে না। বিহারের সাসারামে 'ভোট অধিকার যাত্রা'তে এমনটাই বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, পুরো দেশই জানে নির্বাচন কমিশন কী করেছে।

25
রাহুল উবাচ

রাহুল গান্ধী বলেছেন,'আগে দেশ জানত না কীভাবে ভোট চুরি হচ্ছে। কিন্তু আমরা সংবাদ সম্মেলন করে স্পষ্ট করে দিয়েছিলাম কীভাবে কমিশন ভোট চুরি করছে?' তিনি বলেছেন, বিহার, মহারাষ্ট্র, অসম , বাংলা যেখানেই হোক না কেন কংগ্রেস এই দুর্নীতি তুলে ধরবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন কংগ্রেস জনগণকেও সচেতন করবে।

35
বিহারের SIR ষড়যন্ত্র

রাহুল গান্ধী বিহারের SIRকে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র বলেও বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ভোট চুরি উন্মোচিত হয়েছে। বিরোধীরা নির্বাচন চুরির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছে। ভবিষ্যতেও করবে। তিনি বলেন,'আমি এই মঞ্চ থেকে আপনাদের বলছি যে সারা দেশে বিধানসভা এবং লোকসভা নির্বাচন চুরি হচ্ছে। তাদের সর্বশেষ ষড়যন্ত্র হল বিহারে SIR পরিচালনা করা এবং নতুন ভোট কেটে এবং জাল ভোট যুক্ত করে বিহার নির্বাচনও চুরি করা। আমরা সকলেই এই মঞ্চে এসেছি আপনাদের বলতে যে আমরা তাদের এই নির্বাচনে চুরি করতে দেব না'।

45
বিহারবাসীর উদ্দেশ্যে বার্তা

রাহুল গান্ধী বলেন, বিহারে দরিদ্র জনতা কখনই ভোট চুরি হতে দেবে না। তিনি বলেন গবীর মানুষের ভোটাধিকার কংগ্রেস ও RJD কখনই হারাতে দেবে না। বিহারে ভোট অধিকার যাত্রায় বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সদস্যরা উপস্থিত ছিলেন। একই মঞ্চে রাহুল ও তেজস্বীকে দেখা যায়। রাহুল লালু প্রসাদ যাদব ও মল্লিকার্জুন খাড়গের দিকে জলের গ্লাস এগিয়ে দেন মঞ্চে বসেই।

55
তেজস্বী যাদবের বার্তা

তেজস্বী যাদব বলেন, 'নরেন্দ্র মোদী বিহারের যুবকদের জীবন ধ্বংস করার জন্য বদ্ধপরিকর। মোদী নিরক্ষরদের হাততালি দেন এবং রাজনীতি করেন। কিন্তু আমরা সকলের হাতে কাজ দেওয়ার রাজনীতি করি। আজ সেই কারণেই আমরা এখানে। নির্বাচন কমিশন, মোদী বিহারিও কো ছোনা লাগানা চাহাতে হ্যায় (বিহারের জনগণকে প্রতারণা করতে চাই)। বিহারিদের দুর্বল ভাববেন না। '

Read more Photos on
click me!

Recommended Stories