রাহুলের উচিৎ ছিল ইন্দিরা গান্ধীকে অনুসরণ করা, কংগ্রেস লুপ্তপ্রায় দল বলেও জানিয়ে দিলেন গুলান নবি আজাদ

রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন গুলাম নবি আজাদ। সুরা'ট বা ভারত জোড়ো যাত্রা থেকে রাহুল কোনও সুবিধে পাবে না বলেও জানিয়েছেন তিনি।

 

রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা থেকে তেমন কোনও সুবিধে পাবেন না। নিজের বই 'আজাদ'এর প্রকাশ অনুষ্ঠানে এশিয়ানেট নিউজের রেসিডেন্ট এডিটর প্রশান্ত রঘুবংশমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাহুল গান্ধী আর ইন্দিরা গান্ধীর তুলনাও করেন। তিনি বলেন রাহুল ইন্দিরাকে অনুসরণ করলে অনেক বেশি সুবিধে পেতেন। পাশাপাশি শিল্পপতি বা ধনকুবেরদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন রাহুলের মুখে এই মন্তব্য শোভা পায় না।

শিল্পপতি নিয়ে মন্তব্য

Latest Videos

গুলাম নবি আজাদ বলেন তাঁর সঙ্গে শিল্পপতিদের তেমন কোনও যোগাযোগ নেই। তবে গান্ধী পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক। পরিবারটিকে তিনি অত্যান্ত সম্মান করেন। তাই সেই পরিবার নিয়ে কোনও মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন। তবে তিনি বলেছেন রাহুল গান্ধীর মন্তব্য খুবই লজ্জাজনক। তবে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে অতীত থেকেই যে শিল্পপতিদের যোগাযোগ করেছে সেই ইঙ্গিত তিনি দিয়েছেন। পাশাপাশি বলেছেন রাহুল গান্ধীর সঙ্গেও শিল্পপতিদের ঘনিষ্ট যোগাযোগ রয়েছে। কোন কোনও শিল্পপতির যোগাযোগ রয়েছে তা তিনি জানেন বলেও দাবি করেছেন। রাহুল স্বদেশে ও বিদেশে শিল্পপতিদের সঙ্গে দেখা করেন বলেও ইঙ্গিত দিয়েছেন গান্ধী পরিবারের একদা ঘনিষ্ট গুলাম নবি আজাদ।

ভারত জোড়ো যাত্রা

গুলাম নবি আজাদের মন্তব্য ভারত জোড়ো যাত্রায় সাড়া পেয়েছেন রাহুল এটা ঠিক। কিন্তু ভারতীয় রাজনীতি কোনও কুস্তির আখড়া নয়। এখানে নীতি কৌশলের খেলা চলে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় প্রচুর মানুষের সঙ্গে পেয়েছেন। তবে যাত্রায় রাহুল গান্ধী একটি জায়গা করতে পেরেছেন। কিন্তু তাঁর ভআরমূর্ত তেমন শক্তি হয়নি। কিন্তু সুরাত আদালতের রায়ে তাঁর যদি জেল গত তাহলে একজনও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাত না। যেটা ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে হয়েছিল। তিনি বলেন,১৯৭৮ সালের ডিসেম্বরে ইন্দিরা গান্ধীকে জেলে পোরা হয়েছিল। সেই সময় ১০ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। জেলের বাইরে অপেক্ষা করেছিল। তিনি আরও বলেছেন সেই সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে প্রতিবাদী সকলকে জেলে পোরা যায়নি। তিনি আরও বলেন ইন্দিরার জন্য প্রতিবাদ করে তিনিও তিহার জেলে কাটিয়েছিলেন। কিন্তু রাহুল গান্ধীর জন্য একটি মানুষও পথে নামবে না। তিনি আরও বলেন রাহুল গান্ধী সুরাত আদালতে যাওয়ার সময় গুজরাট কর্ণাটক থেকে বিধায়ক ও কর্মী নিয়ে গিয়েছিলেন। কিন্তু গুজরাটের কোনও কর্মী তার পাশে ছিল না। তিনি আরও বলেন রাহুল গান্ধীর নিজের নীতিহীনতার জন্য এই অবস্থার তৈরি হয়েছে। কারণ এই পরিস্থিতি ইন্দিরা, নেহেরু, সনিয়া বা রাজীব গান্ধীর জন্য তৈরি হয়নি।

কংগ্রেস জমানা ও মোঘল জমানার মিল

দীর্ঘ দিন ধরেই কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত বলে জানিয়েছেন। কংগ্রেস থেকেই বেরিয়ে নতুন দলও তৈরি করেছেন। তিনি বলেন, কংগ্রেসের সাম্রাজ্যের পতন শুরু হয়েছে। যা মোঘল সাম্রাজ্যের পতনের মতই। ধীরে ধীরে কংগ্রেস বিলুপ্ত হয়ে যাবে। কংগ্রেসের পতন আসন্ন। এটা সময়ের অপেক্ষা - বলেও জানিয়েছেন গুলাম নবি আজাদ। তিনি কংগ্রেসের আর কোনও দিনও ফিরবেন বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তবে কংগ্রেসের জন্য এখনও তাঁর শুভেচ্ছা রয়েছে। কিন্তু কংগ্রেসের নেতাদের তিনি কোনও শুভেচ্ছা জানাচ্ছেন না বলেও জানিয়েছেন। তিনি বলেন কংগ্রেস নেতাদের দলীয় কার্যালয়ে বলে সাংবাদিক বৈঠক করা ছাড়া আর কোনও কাজ নেই।

আরও পড়ুনঃ

রাহুল গান্ধীর জন্যই কংগ্রেস দুর্বল হচ্ছে, অনিল অ্যান্টনির দলবদল প্রসঙ্গে তোপ গুলাম নবি আজাদের

From The India Gate: অনিল অ্যান্টনির দলবদলে কংগ্রেসের থেকেও বেশি চাপে বামেরা

মোদীর সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা গুলাম নবি আজাদ বললেন, প্রধানমন্ত্রী সত্যিকারের রাষ্ট্রনায়ক

 

Share this article
click me!

Latest Videos

প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today