রেলস্টেশনে আর বিনা টিকিটে ঢুকতে পারবেন না! এই সিস্টেমেই টিকিট না কাটলে ধরা পড়ে যাবেন

Published : Mar 01, 2025, 07:11 PM IST
Delhi railway station stampede effect prayagraj trains cancelled pilgrims stranded

সংক্ষিপ্ত

রেলস্টেশনের এক্সিট গেটে দেখা মেলে টিকিট পরীক্ষকদের। তাদের কাজ বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের জরিমানা করা। যদি মেট্রো সিস্টেমের মতো হয় তবেই যাত্রীদের ঢোকা ও বেরনোর গেটে টিকিট পরীক্ষা করাতেই হবে। টিকিট পরীক্ষকে ফাঁকি দিলেও এই সিস্টেমে ধরা পড়ে যাবে।

বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করার অভ্যাস ভুলে যান। ট্রেনে উঠতে তো পারবেনই না এমনকি স্টেশনে ঢোকার পথ বন্ধ বৈধ টিকিট না থাকলে। একেবারে মেট্রো স্টেশনের কায়দায় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ আটকাতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে রেল। মহাকুম্ভ থেকে শিক্ষা নিয়েই এবার রেল স্টেশনে বিশেষ সিস্টেম চালু হতে চলেছে । একবার দেখে নিন কী সেই সিস্টেম?

মেট্রোর মতো পরিষেবা চালু করার চিন্তাভাবনা রয়েছে রেলকর্তাদের। মেট্রো স্টেশনে যেভাবে টোকেন টিকিট পাঞ্চ করে তবেই স্টেশনে ঢোকা যায়, ঠিক একই কৌশলে এবার রেল স্টেশনগুলিতেও এমন নিয়ম চালুর ভাবনা রয়েছে রেলের। এমনভাবে সিস্টেম সাজানো হবে যেখানে বৈধ টিকিট থাকা যাত্রীরাই শুধুমাত্র রেলস্টেশনের ভিতরে ঢুকবেন।

এখন প্রায় রেলস্টেশনের এক্সিট গেটে দেখা মেলে টিকিট পরীক্ষকদের। তাদের কাজ বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের জরিমানা করা। যদি মেট্রো সিস্টেমের মতো হয় তবেই যাত্রীদের ঢোকা ও বেরনোর গেটে টিকিট পরীক্ষা করাতেই হবে। টিকিট পরীক্ষকে ফাঁকি দিলেও এই সিস্টেমে ধরা পড়ে যাবে। এই সিস্টেমের কাজ মেট্রো স্টেশনের মতোই। এবার থেকে রেল স্টেশনেও বৈধ টিকিট দেখাতে হবে ঢোকার জন্য। টিকিট পরীক্ষকরা থাকবেন যাতে কেউ গেট টপকে না ঢোকেন তা দেখতে। এতে করে অতিরিক্ত ভিড় যেমন আটকানো যাবে তেমনি ভিড় সামলাতে সুবিধা হবে। এতে করে অতিরিক্ত ভিড় সামলানো যাবে সঙ্গে এড়ানো যাবে বড়সড় দূর্ঘটনা। এই সিস্টেমে আরও স্টেশনের সুরক্ষা ও নিরাপত্তাও বাড়বে । ভারতীয় রেলওয়ে নির্দিষ্ট কিছু স্টেশনেই আপাতত ট্রায়াল শুরু করছে। যদি তা সফলতা পায় তবে দেশের বড় বড় রেলস্টেশনগুলিতে চালু করা হবে টিকিট ভেরিফিকেশন সিস্টেম । মনে করা হচ্ছে এই সিস্টেম চালু হলে কমে যাবে বিনা টিকিটের যাত্রী সংখ্যা। সঙ্গে যাত্রী সুরক্ষায় কড়া নজর থাকবে রেল কর্তৃপক্ষের। এতে করে স্টেশন চত্বরও থাকবে পরিচ্ছন্ন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়