
নারী দিবসের আগে রেলের তরফে বড় উদ্যোগ। মহিলা আরপিএফ কর্মীদের হাতে এবার থেকে থাকবে লঙ্কার গুঁড়ো। আন্তর্জাতিক নারী দিবসে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। মহিলা আরপিএফ কর্মীদের হাতে লঙ্কার গুঁড়োর স্প্রে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে মন্ত্রক। এর মূল উদ্দেশ্য হল, আপৎকালীন পরিস্থিতিতে নিজেদের রক্ষা করা এবং দুষ্কৃতীদের দমন করা।
কেন এমন সিদ্ধান্ত নিল রেল? সিদ্ধান্তের কারণ জানিয়ে রেল মন্ত্রক জানিয়েছে, ভারতীয় রেল নারীদের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। এই উদ্যোগের লক্ষ্য নারীদের ক্ষমতায়ন এবং নিরাপত্তা বৃদ্ধি করা। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে আরপিএফ-এ সর্বাধিক মহিলা কর্মী ও আধিকারিক রয়েছেন। ট্রেনের মহিলা যাত্রীদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব থাকে রেলের এই মহিলা আরপিএফ কর্মীদের হাতেই । নির্জন স্টেশন বা চলন্ত ট্রেনে অপরাধীদের ধরতে অনেক সময় সমস্যা হয় মহিলা আরপিএফদের। সেই মুহূর্তে এই লঙ্কার গুঁড়ো বিশেষ কাজে লাগবে বলে দাবি রেলের তরফে।
আরপিএফ-এর ডিরেক্টর জেনারেল মনোজ যাদব জানান, প্রধানমন্ত্রীর মহিলাদের ক্ষমতায়নের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই এমন ভাবনা নিয়েছে রেল। তিনি স্পষ্ট করে বলেন, মহিলা আরপিএফ কর্মীরা হল শক্তি, যত্ন এবং সহনশীলতার প্রতীক। এই উদ্যোগই তাদের মনোবল এবং শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে। এই আরপিএফদের প্রধান কাজ হল মহিলাদের নিরাপত্তা দেওয়া। এছাড়াও, অসুস্থ বা অসুবিধাগ্রস্থ যাত্রীদের সাহায্য করেন মহিলা আরপিএফ কর্মীরা। রেলের তরফে যুক্তি এই সিদ্ধান্ত মহিলা আরপিএফ কর্মীদের মনোবল বাড়াবে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও বৃদ্ধি করবে বলে আশাবাদী রেল।
এই পদক্ষেপ ভারতীয় রেলের এক উল্লেখযোগ্য পদক্ষেপ। নারী ক্ষমতায়নের পাশাপাশি নেটওয়ার্ক জুড়ে নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হাতে লঙ্কার গুড়োর স্প্রে থাকলে জরুরি অবস্থায় কার্যকর ভূমিকা পালনে অতিরিক্ত ক্ষমতা দেবে মহিলা আরপিএফদের। বিচ্ছিন্ন স্টেশন, চলন্ত ট্রেন বা শুনশান এলাকাতে কিন্তু তাৎক্ষণিক সাহায্য মেলে না, সেখানে এই উদ্যোগ বিশেষভাবে উপযোগী হয়ে উঠবে বলে জানিয়েছে ভারতীয় রেল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।