রাজস্থানের জালোর জেলার রানীওয়াড়ার বাসিন্দা নরেন্দ্র পুরোহিত পোষ্য গাভী হল রাধা। ছোট থেকেই গোরুর শখ ছিল নরেন্দ্রর। বর্তমানে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে ঠিকাদারির কাজ করেন তিনি। এছাড়া নিজস্ব ব্যবসাও আছে তাঁর। প্রায় ৭ বছর আগে নিজের গোরু প্রতিপালনের শখ পূরণ করতে রাধাকে বাড়িতে আনেন তিনি।