৮৬ বছরের যাত্রা শেষ করে সোমবার রাতে না ফেরার দেশে পাড়ি দিলেন পদ্মভূষণ ডঃ জামশেদ জে ইরানি। টাটা গ্রুপের এককালের একাধিক কোম্পানির পরিচালকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত টাটা গোষ্ঠি-সহ গোটা দেশ। শোকপ্রকাশ করলেন রাজীব সোনিও। নেটমাধ্যমে রাজীব লিখলেন, "আমরা এক কিংবদন্তিকে হারালাম। একটি যুগের অবসান ঘটল।"