Honor Killing: পরিবারের অমতে বিয়ে, যুবতীর ভয়ঙ্কর পরিণতি, আপনজনদেরই এই আচরণ!

২০২৪ সালে বাস করছি আমরা। 'বিকশিত ভারত'-এর বার্তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু দেশের সব নাগরিকের কাছে 'বেটি বাঁচাও, বেটি পড়াও'-এর বার্তা পৌঁছচ্ছে না।

নিজের পছন্দের ব্যক্তিকে বিয়ে করেছেন। এটাই একমাত্র 'অপরাধ'। পরিবারের অমতে বিয়ে করায় নৃশংসভাবে খুন হতে হল ২৪ বছর বয়সি এক যুবতীকে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রাজস্থানের ঝালোয়ারে। স্বামীর সামনে থেকে এই যুবতীকে জোর করে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলল পরিবারের সদস্যরা। খুন করার পর শ্মশানে নিয়ে গিয়ে দেহ পুড়িয়েও দেয় পরিবারের সদস্যরা। স্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন রবি ভীল নামে এই যুবক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তরা পলাতক।

পরিজনদের নৃশংস আচরণ

Latest Videos

পুলিশকে রবি জানিয়েছেন, বিয়ের পর থেকেই তাঁরা আতঙ্কে ছিলেন। তাঁর স্ত্রীর পরিবারের সদস্যরা যে কোনও সময় হামলা চালাতে পারে বলে আশঙ্কা ছিল। এই আশঙ্কাতেই বিয়ের পর তাঁরা আলাদা জায়গায় থাকছিলেন। কিন্তু রবির শ্বশুরবাড়ির লোকজন খবর পেয়ে যায়, তাঁদের মেয়ে-জামাই মধ্যপ্রদেশের এক গ্রামে ব্যাঙ্কের শাখায় যাবে। সেখানেই রবি ও তাঁর স্ত্রীর জন্য অপেক্ষা করছিল ঘাতকরা। ব্যাঙ্কের কাছ থেকেই রবির স্ত্রীকে জোর করে ধরে নিয়ে যায় তাঁর পরিবারের সদস্যরা। থানায় ছুটে যান রবি। কিন্তু পুলিশকর্মীরা তাঁর স্ত্রীকে উদ্ধার করার আগেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। পুলিশ পৌঁছনোর আগেই রবির স্ত্রীর শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। তাঁর পরিবারের সদস্যরা পুলিশ পৌঁছনোর আগেই পালিয়ে যায়। মৃতার দেহাবশেষ সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ফের সম্মানরক্ষার্থে খুন!

পরিবারের সম্মানরক্ষার কথা বলে মেয়েকে খুনের ঘটনা নতুন কিছু নয়। বারবার এই ঘটনা দেখা গিয়েছে। ফের রাজস্থানে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তাদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করার লক্ষ্যে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

খিদের জ্বালা কাঁদছিল, তাই ২ সন্তানকে নদীতে ডুবিয়ে খুন করল মা! মর্মান্তিক ঘটনায় তাজ্জব দেশ

প্রথমে যৌন ইঙ্গিত পরে নিজের মামির মুখে বালিশ চাপা দিয়ে খুন! কীভাবে ধরা পড়ল দশম শ্রেণির কিশোর?

Viral Video: গলা কেটে প্রেমিকাকে খুন! মুখে নেই সামান্য অনুতাপের লেশ, হাড় হিম করা ভিডিও দেখলে ঘুম উড়ে যাবে

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari