ধর্ষণে ব্যর্থ, ষাট বছরের বৃদ্ধাকে হত্যা তরুণের - তারপর চলল মৃতদেহের উপর যৌন অত্যাচার

Published : Sep 16, 2021, 11:37 PM IST
ধর্ষণে ব্যর্থ, ষাট বছরের বৃদ্ধাকে হত্যা তরুণের - তারপর চলল মৃতদেহের উপর যৌন অত্যাচার

সংক্ষিপ্ত

তালিবানরা আফগান মহিলাদের মৃতদেহকেও ধর্ষণ করে বলে খবর এসেছিল। এবার রাজস্থানে তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটালো এক তরুণ।   

আফগানিস্তান দখল করে নিয়েছে তালিবানরা। গত কয়েকদিনে, তালিবানি নৃশংসতার ভয়ঙ্কর সব খবর উঠে এসেছে। তারই মধ্যে একটি ছিল মৃতদেহ ধর্ষণ। আফগান মহিলাদের হত্যা করে, সেই মৃতদেহকেও ধর্ষণ করে তালিবান যোদ্ধারা, এমনই অভিযোগ করেছিলেন বেশ কয়েকজন আফগান মহিলা। এবার তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটল ভারতে। মদ্যপ অবস্থায় নারকীয় ঘটনা ঘটালো এক তরুণ। 

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার, রাজস্থানের হনুমানগড়ের পিলিবাঙ্গা শহরে। অভিযুক্ত তরুণের বয়স মাত্র ১৯ বছর। সেই মদ্যপ অবস্থায় ধর্ষণের চেষ্টা করেছিল এক ৬০ বছর বয়সী মহিলাকে। কিন্তু, মহিলা তাতে বাধা দিলে হিংস্র হয়ে ওঠে সে। ওই বৃদ্ধাকে তার ঘরেই হত্যা করে ওই তরুণ, এমনটাই জানিয়েছে রাজস্থান পুলিশ। 

সেখানেই থেকে থাকেনি ওই তরুণ। বরং, আরও একধাপ এগিয়ে বৃদ্ধার ওই নিথর প্রাণহীণ দেহকেই ধর্ষণ করে সে। পুলিশ আরও জানিয়েছে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র