'হাতে ডিগ্রি-পকেটে আরডিএক্স', নৈতিক মূল্যবোধহীন উচ্চশিক্ষা সমাজের জন্য বিপজ্জনক, দাবি রাজনাথের

Published : Jan 03, 2026, 10:54 AM IST

Rajnath Singh On Pakistan Issues: জঙ্গিবাদের মদতদাতা পাকিস্তান। একহাতে শিক্ষা তো পকেটে আরডিএক্স বোমা। নাম না করে ইসলামাবাদের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর কী বলেছেন তিনি এই বিষয়ে? বিশদে জানতে দেখুন ফটো গ্যালারি…

PREV
15
রাজনাথের রোষানলে পাকিস্তান

ডিগ্রি হাতে, পকেটে আরডিএক্স—শ্বেতকলার সন্ত্রাসের হুমকি নিয়ে সতর্ক করলেন রাজনাথ সিং। বুধে জয়শঙ্কর আর শুক্রবার রাজনাথ সিং। পরপর ভারতের নিশানায় পাকিস্তান। বুধবার দিনই আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানকে বদ রাষ্ট্র বলে ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর এবার বিদেশমন্ত্রীর সুরে সুর মিলিয়ে পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

25
রাজনাথের হুঁশিয়ারি

শুক্রবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশে তথাকথিত ‘হোয়াইট-কলার সন্ত্রাসবাদ’-এর উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘’নৈতিক মূল্যবোধহীন উচ্চশিক্ষা সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।'' এক কথায় বলা যেতে সন্ত্রাসবাদ ইস্যুতে নাম না করে পাকিস্তানকেই যে কটাক্ষ করেছেন রাজনাথ সিং তা বলাই বাহুল্য। 

35
উচ্চশিক্ষার আড়ালে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে তোপ

ভোপাল নোবেলস্‌ বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর বক্তব্যের পক্ষে ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণের প্রসঙ্গ তোলেন। তিনি জানান, ওই হামলায় অভিযুক্তরা ছিলেন শিক্ষিত ও যোগ্য চিকিৎসক, যা তাঁর মতে প্রমাণ করে যে শুধুমাত্র উচ্চশিক্ষা থাকলেই নৈতিক মূল্যবোধ নিশ্চিত হয় না।

45
কী বললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী?

দেশে উদ্বেগজনকভাবে ‘শ্বেতকলার সন্ত্রাসবাদ’-এর প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘’উচ্চশিক্ষিত হয়েও অনেকে সমাজ ও দেশের বিরুদ্ধে কাজ করছে। দিল্লির বোমা বিস্ফোরণের ঘটনায় অভিযুক্তরা চিকিৎসক ছিলেন—হাতে ডিগ্রি, পকেটে আরডিএক্স। এই ঘটনা প্রমাণ করে, জ্ঞানের সঙ্গে মূল্যবোধ ও চরিত্রের সমন্বয় না হলে শিক্ষা সমাজের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।''

55
রাজনাথের নৈতিক শিক্ষার বার্তা

শিক্ষার উদ্দেশ্য শুধু পেশাগত সাফল্য অর্জন নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনের বিকাশও সমানভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘’যে শিক্ষা ব্যবস্থা জ্ঞানার্জনের পাশাপাশি বিনয়, চরিত্রবোধ ও ‘ধর্ম’—অর্থাৎ ন্যায়পরায়ণতার শিক্ষা দিতে ব্যর্থ, তা কখনই সম্পূর্ণ হতে পারে না।''

Read more Photos on
click me!

Recommended Stories