S Jaishankar On Pakistan: পাকিস্তান দেশ হিসেবে আসলে কেমন? নাম না করে ফের শাহবাজের দেশকে তোপ দাগলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
শুক্রবার মাদ্রাজ আইআইটি-র একটি অনুষ্ঠানে গিয়ে নাম না করে পাকিস্তানকে ফের তোপ দাগলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তান আসলে রাষ্ট্র হিসেবে কেমন? এদিন স্পষ্ট ভাষায় কার্যত তাও বুঝিয়ে দেন তিনি। বলেন, ‘’খারাপ প্রতিবেশীরা যখন জঙ্গি কার্যকলাপে মদত দিচ্ছে তখন ভারতেরও অধিকার আছে নিজেদের স্বার্থ অক্ষুন্ন রাখার। দুষ্টু প্রতিবেশীর উচিত নয় ভারতের কাছ থেকে জল চাওয়া।''
25
ইসলামাবাদকে কড়া আক্রমণ ভারতের
এই বিষয়ে জয়শঙ্কর আরও বলেন যে-''আমরা কী পদক্ষেপ করব সেটা একেবারে আমাদের সিদ্ধান্ত। আমাদের কী করা উচিত বা উচিত নয়, সেটা নিয়ে কেউ কিছু বলতে পারে না। আমাদের সুরক্ষার জন্য যা দরকার তাই করব আমরা। যদি কোনও দেশ ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন ধরে অনুতাপহীনভাবে সন্ত্রাস চালিয়ে যায়, তাহলে আমাদেরও দেশের নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে। সেই অধিকার আমরা প্রয়োগ করবই।''
35
বন্ধ ভারত-পাক সিন্ধু জলচুক্তি
গত বছর এপ্রিল মাসে কাশ্মীরের অন্ততনাগ জেলার পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নৃশংস হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই ঘটনার পর থেকে একেবারে তলানিতে এসে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। বাতিল করে দেওয়া হয়েছে সার্ক চুক্তি। স্থগিত সিন্ধু জলচুক্তিও। যদিও ভারতের জল দেওয়া বন্ধ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। তাতেও অবশ্য আখেরে লাভ কিছুই হয়নি। নিজের সিদ্ধান্তে অনড় ভারত সরকার।
জানা গিয়েছে, শুক্রবার মাদ্রাজ আইআইটি-র একটি অনুষ্ঠানে যোগ দিয়ে চন্দ্রভাগার জলবন্টন ইস্যুতেই পাকিস্তানকে সটান খারাপ প্রতিবেশী বলে আক্রমণ শানান জয়শংকর। তিনি জানান, বহু বছর আগে জলবন্টন নিয়ে দুই দেশ সহমত ছিল। কিন্তু দশকের পর দশক ধরে সন্ত্রাস চলে আসার পর আর তাদের ভালো প্রতিবেশী বলা যায় না। যদি প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক না থাকে তাহলে তো আর প্রতিবেশীর থেকে সাহায্য মেলে না।
55
পাকিস্তানকে চাচাছোঁলা আক্রমণ ভারতের
এই বিষয়ে জয়শঙ্কর আরও বলেন যে-''তুমি আমাদের কাছে জল চাইছ আবার জল নেওয়া হয়ে গেলে আমাদের পিছনেই ছুরি মারছ। দুটি কাজ কোনও ভাবেই একসঙ্গে তো হতে দেবে না ভারত। ইট মারলে পাটকেলে তার জবাব খেতে হবে 'বদ' রাষ্ট্রকে।'' জানা গিয়েছে, জল ইস্যুতে পাকিস্তানকে তুলোধনার পাশাপাশি বর্তমানে বাংলাদেশে যেভাবে বেড়ে চলেছে মৌলবাদের রমরমা তাতেও বাংলাদেশকেও একযোগে হুঁশিয়ারি দিতে জয়শঙ্করের এই মন্তব্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।