৫০০ টাকার নোট বন্ধ হয়ে যাচ্ছে মার্চ থেকেই? মোদী সরকার মুখ খুলল RBI-এর সিদ্ধান্ত নিয়ে

Published : Jan 03, 2026, 09:25 AM IST

৫০০ টাকার নোট বাতিল হচ্ছে। মার্চ মাস থেকেই সিদ্ধান্ত কার্যকর করছে RBI। এমন তথ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উদ্বেগ বাড়ছে দেশের সাধারণ নাগরিকদের মধ্যে। যা নিয়ে এবার মুখ খুলল মোদী সরকার। 

PREV
15
৫০০ টাকার নোট নিয়ে উদ্বেগ

বর্তমানে ৫০০ টাকার নোট নিয়ে উদ্বেগ গোটা দেশে। কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক তথ্য। যেখানে দাবি করা হচ্ছে চলতি বছর মার্চ মাস থেকে আর ৫০০ টাকার নোট পাওয়া যাবে না ATM-এ। যা নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

25
RBI-এর সিদ্ধান্ত

সোশ্যাল মিডিয়ায় যে তথ্য ভাইরাল হয়েছে তাতে বলা হয়েছে, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা RBI সিদ্ধান্ত নিয়ে চলতি বছর মার্চ মাস থেকে ৫০০ টাকার নোট আর পাওয়া যাবে না ATM। কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

35
মোদী সরকারের বিবৃতি

এই বিষয়ে সাধারণ মানুষের উদ্বেগ দূর করতে উদ্যোগ নিয়েছে মোদী সরকার। এই ইস্যুতে এবার মুখ খুলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। প্রেস ইনফরমেশন ব্যুরর তরফে এই বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানেই গোটা বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে।

45
PIB-র বিবৃতি

শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে একটি বিবৃতি জারি করে গোটা বিষয়টি খারিজ করে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে এমন কোনও বিবৃতি জারি করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় যে তথ্য ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা আর বিভ্রান্তিকর। বিবৃতিতে আরও বলা হয়েছে এমন কোনও সিদ্ধান্ত নেয়নি রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া।

55
PIB-র বিবৃতি

প্রেস ইনফরমেশন ব্যুর তরফ থেকে বিবৃতি জারি করে বলা বয়েছে,'সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ৫০০ টাকার নোট ছাপা বন্ধ করে দেবে। এই দাবি সম্পূর্ণ মিথ্যা। RBI-এর তরফ থেকে এমন কোনও ঘোষণা করা হয়নি।' মোদী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৫০০ টাকার নোট এখনও পুরোপুরি বৈধ। এটি অবাঘে লেনদেন করা যেতে পারে। গুজবে কান না দেওয়ারও আবেদন জানান হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories