নতুন বছরের শুরুতেই অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে। এই বিশেষ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজয়া দশমীতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত ঘোষণা করেছিলেন, ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হবে। বুধবার একাদশীতে সে বিষয়ে নিশ্চয়তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তাঁর সঙ্গে দেখা করেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের প্রতিনিধিরা। তাঁরা ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। ফলে সেদিনই নবনির্মিত রাম মন্দিরে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু হয়ে যাচ্ছে। দেশের অন্যতম বৃহৎ মন্দির হতে চলেছে এটি। ভারতে সামাজিক ও রাজনৈতিকভাবে এই মন্দিরের তাৎপর্য সবচেয়ে বেশি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র অন্যতম বড় হাতিয়ার হতে চলেছে রামমন্দির। ভোটের আগেই রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হওয়ায় গেরুয়া শিবির বাড়তি সুবিধা পেতে চলেছে।
রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা
২০২০ সালের ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিন তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সাধু-সন্ত। যজ্ঞ-পুজোর মাধ্যমে রামমন্দির নির্মণের কাজ শুরু হয়। এবার রামমন্দির নির্মিত হওয়ার পর প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানেও থাকছেন প্রধানমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের সচিব চম্পত রাই-সহ অন্যান্য প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী তাঁদের জানিয়ে দেন, ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে থাকবেন।
নিজেকে সৌভাগ্যবান মনে করছেন প্রধানমন্ত্রী
সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘জয় সিয়াম রাম! আজ আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের আধিকারিকরা আমার বাসভবনে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁরা আমাকে শ্রী রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি নিজেকে আশীর্বাদধন্য মনে করছি। আমার জীবনে এটি পরম সৌভাগ্য যে আমি ঐতিহাসিক অনুষ্ঠানে থাকতে পারব।’
২২ জানুয়ারি গর্ভগৃহে শ্রী রামের মূর্তি স্থাপন
বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর চম্পত রাই জানিয়েছেন, ‘শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে স্বামী বিশ্ব প্রসন্নজি মহারাজ, ট্রাস্টের কোষাধ্যক্ষ পুণের বাসিন্দা গোবিন্দদেবজি মহারাজ, রাম জন্মভূমি মন্দির নির্মাণ কমিটির অধ্যক্ষ নৃপেন্দ্র মিশ্রজির সঙ্গে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। আমরা তাঁকে ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় গিয়ে নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের নতুন বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা করার কর্তব্য পালনের আবেদন জানাই। আমরা খুশি যে প্রধানমন্ত্রী আমাদের আবেদন গ্রহণ করেছেন। তিনি প্রাণপ্রতিষ্ঠার দিন অযোধ্যায় থাকবেন। ২০২৪ সালের ২২ জানুয়ারি প্রাণপ্রতিষ্ঠা নিশ্চিত হয়ে গিয়েছে।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D
আরও পড়ুন-
Breaking News: 'ইন্ডিয়া' নয়, 'ভারত'! স্কুলের পাঠ্যক্রমে বদল আনতে চায় খোদ NCERT
২০৩৫ সালের মধ্যে ভারতের মহাকাশ স্টেশন তৈরির লক্ষ্য ইসরোর, ভারতীয়দের চাঁদে পাঠানোর পরিকল্পনা