ওড়িশা থেকে উদ্ধার উড়ন্ত সাপ, আপনিও দেখেনিন বিরল প্রজাতির সাপের ভিডিও

Published : Aug 26, 2020, 05:56 PM IST
ওড়িশা থেকে উদ্ধার উড়ন্ত সাপ, আপনিও দেখেনিন বিরল প্রজাতির সাপের ভিডিও

সংক্ষিপ্ত

ওড়িশা থেকে পাওয়া গেছে বিরল প্রজাতির সাপ এক নাবালক সাপুড়ে পেয়েছিল উড়ন্ত সাপ বনদফতর তা উদ্ধার করে ছেড়ে দিয়েছে বনে এই সাপ দেখা যায় দক্ষিণ ভারতে   

সম্প্রতি বিরল প্রজাতি একটি উড়ন্ত সাপ দেখতে পাওয়া গেছে ওড়িশায়। এক সাপুড়ের কাছ থেকে সেই সাপ উদ্ধার করেছে বনদফতরের কর্মীরা। কিন্তু ওই সাপুড়ে কী করে উড়ন্ত সাপ পেল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বনদফতরও সাপটিকে উদ্ধার করেছে ছেড়ে দিয়েছে জঙ্গলে। নিয়ম অনুযায়ী কোনও বন্যপ্রাণী ঘরে রাখা, বিক্রি করা বা তা দেখিয়ে রোজগার করা আইনতদণ্ডনীয় অপরাধ। 

ওড়িশার সিটি ফরেস্ট ডিভিশনের গোপাল সিং বলেছেন তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। একটি নাবালকের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে এই সাপটি। তবে সাপটি ওড়িশায় এল কী করে তাও খতিয়ে দেখা হবে বলে তিনি জানিছেন। কারণ এই প্রজাতির সাপ দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় দেখতে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এই প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়। আপনিও চোখ রাখুন উড়ন্ত সাপে। 


রংবাহারী এই সাপটিকে সাধারণ মানুষের কাছে উড়ন্ত সাপ বা গ্লাইডিং স্নেক নামে পরিচিত। উদ্ধার হওয়া সাপটি খুবই শীর্ণকায়। ক্রিসোপিলিয়া প্রজাতির এই সাপচি ব্যাঙ, ইঁদুর আর বা বাদুড় শিকার করে।  

নিট ও জেইই স্থগিত রাখার পক্ষেই সওয়াল মমতার, সুপ্রিম কোর্টে যাওয়ার আবেদন মুখ্যমন্ত্রীদের কাছে

মহামারি আবহেই নিট ও জেইই পরীক্ষায় করোনা স্বাস্থ্যবিধিতে জোর, প্রকাশ একগুচ্ছ নিয়মনীতি ...

চিনকে জবাব দিতে সেপ্টেম্বর থেকেই চালু 'অটল ট্যানেল', মানালি-লে সুড়ঙ্গপথে চোখ রাখুন আপনিও

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত
Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!