- Home
- India News
- Vande Bharat Howrah to Puri: হাওড়া থেকে পুরী যাবেন? বন্দে-ভারতের টিকিট নিয়ে বিরাট আপডেট
Vande Bharat Howrah to Puri: হাওড়া থেকে পুরী যাবেন? বন্দে-ভারতের টিকিট নিয়ে বিরাট আপডেট
Vande Bharat Howrah to Puri: গত ২০২৩ সাল থেকে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয় (vande bharat ticket booking)।

মোট ১৬টি কামরার বন্দে-ভারত এক্সপ্রেসে প্রধানত দুটি ক্লাস ছিল
একটি হল এসি চেয়ার কার এবং অন্যটি হল এক্সিকিউটিভ ক্লাস (vande bharat howrah to puri)।
আর এবার ভ্রমণ প্রিয় বাঙালির জন্য দুর্দান্ত খবর দিল দেশের রেল মন্ত্রক
কার্যত, মানুষের স্বার্থে বিরাট সিদ্ধান্ত রেলের।
এমনিতেই ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন হিসেবে বাঙালির কাছে অন্যতম একটি সেরা অপশন হল পুরী
তাই এবার সেই রুটের জন্যই বিশেষ সিদ্ধান্ত নিল রেল (vande bharat howrah to puri fare)।
দেখা যাচ্ছে যে, এই রুটে বন্দে-ভারত এক্সপ্রেসের টিকিটের চাহিদা রীতিমতো ঊর্ধ্বমুখী
আর টিকিটের চাহিদা তুঙ্গে বলেই এবার, বৃদ্ধি করা হচ্ছে কোচের সংখ্যা (vande bharat howrah to puri ticket price)।
রেল সূত্রে কী জানা যাচ্ছে?
এখন থেকে আর ১৬টি নয়! ২০ কোচের বন্দে-ভারত চলবে হাওড়া-পুরী রুটে।
কারণ, অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রুট হল এটি
বেশিরভাগ সময়তেই যাত্রীদের লম্বা ওয়েটিং লিস্ট দেখা যায় (vande bharat howrah to puri seat availability)।
তাই সেই কথা মাথায় রেখেই,
হাওড়া-পুরী এবং পুরী-হাওড়া রুটে ২০ কোচের বন্দে-ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিল রেল।
শুক্রবার থেকেই এই রুটে ২০ কোচের ট্রেন চালানো হবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে
তার মধ্যে থাকবে ১৮টি এসি চেয়ার কার এবং ২ টি এক্সিকিউটিভ ক্লাস।
টিকিটের দাম কত?
এসি চেয়ার কারের জন্য টিকিটের দাম ১২৬৫ টাকা (vande bharat howrah to puri platform number)।
এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২৪২০ টাকা
হাওড়া থেকে ২২৮৯৫ বন্দে-ভারত এক্সপ্রেস সকাল ৬.১০ মিনিটে পুরীর উদ্দেশ্যে ছাড়ে। এরপর দুপুর ১২.৩৫ মিনিটে পুরী পৌঁছয় সেই ট্রেনটি।
ওইদিনই ২২৮৯৬ বন্দে-ভারত এক্সপ্রেস ট্রেনটি পুরী স্টেশন থেকে দুপুর ১.৫০ মিনিটে ছাড়ে
তারপর সেটি হাওড়া এসে পৌঁছয় রাত ৮.৩০ মিনিট নাগাদ। ঘণ্টায় ৭৭ কিমি বেগে ছোটে হাওড়া-পুরী বন্দে-ভারত এক্সপ্রেস। তবে এটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০ কিমি।
কোন কোন স্টপেজে দাঁড়ায়?
হাওড়া থেকে পুরীগামী বন্দে-ভারত এক্সপ্রেসটি ছাড়ার পর, প্রথম স্টপেজ হল খড়্গপুর। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে দাঁড়ায় এই ট্রেনটি। ঠিক একইভাবে পুরী থেকে হাওড়া ফেরার পথেও একই স্টপেজগুলিতে থামে ট্রেনটি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

