DA Hike: নামমাত্র মহার্ঘ ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার, তাতেই খুশি সরকারি কর্মীরা

Published : Jun 23, 2025, 06:07 PM IST

DA Hike: দীর্ঘ দিন ধরেই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। আলোচনা পর্যালোচনার মধ্যেই এই রাজ্যের সরকার রাজ্যের এই দফতরের কর্মীদের জন্য নামমাত্র ডিএ বৃদ্ধি করল। 

PREV
110
মহার্ঘ ভাতা বৃদ্ধি

দীর্ঘ দিন ধরেই মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। আলোচনা পর্যালোচনার মধ্যেই এই রাজ্যের সরকার রাজ্যের এই দফতরের কর্মীদের জন্য নামমাত্র ডিএ বৃদ্ধি করল।

210
অল্প মহার্ঘ ভাতা বৃদ্ধি

খুব অল্প পরিমাণে হলেও রাজ্যের বিদ্যুৎ দফতরের কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। তাতে সরকারি কর্মীদের একাংশ হতাশ হলেও অন্য অংশ খুশি।

410
ডিএ বৃদ্ধি

সংশ্লিষ্ট দফতরের কর্মী ও পেনশনভোগীদের ১.৯৪৪% হারে ডিএ বাড়ানো হচ্ছে। কারিগরদের ক্ষেত্রেও বর্ধিত হার কার্যকর হবে।

510
উপকৃতের সংখ্যা

রাজ্য় সরকারের এই পদক্ষেপে উপকৃত হবেন রাজ্যের ৭১,৪১৭ জন কর্মী ও পেনশনভোগী ।

610
এতদিন ডিএ পেতেন

বিদ্যুৎ দফতরের কর্মীরা এতদিন ধরে ১৪.০৭৪% হারে ডিএ পাচ্ছিলেন। এবার ১.৯৪৪% বাড়ানোর ফলে তাদের ডিএ-র পরিমাণ হল ১৬.০১৮%।

710
ডিএ কার্যকর

চলতি মাসের জানুয়ারি থেকে নতুন এই ডিএ কার্যকর হবে বলেও জানিয়েছে সরকার।

810
কোন সরকার?

তেলাঙ্গনা সরকার রাজ্যের বিদ্যুৎ দফতরের কর্মীদের জন্য নতুন ডিএ ঘোষণা করেছে।

910
খুশি সরকারি কর্মীরা

খুব বেশি হারে ডিএ বৃদ্ধি না হলেও সরকারের এই সিদ্ধান্তে খুশি হয়েছেন রাজ্যের সরকারি কর্মী আর পেনশনভোগীরা।

1010
বঙ্গে কবে ডিএ

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টের নির্দেশ মত বকেয়া ২৫ শতাংশ ডিএ কবে পাবেন তারই আশায় দিন কাটাচ্ছেন।

Read more Photos on
click me!

Recommended Stories