বাড়িতে ফ্রিজ, টিভি থাকলে এবার বাতিল হবে রেশন কার্ড! ফ্ল্যাট থাকলেও করা যাবে না আবেদন, নতুন নিয়ম আনল সরকার

Published : Aug 17, 2024, 11:02 AM IST
Ration Card

সংক্ষিপ্ত

বাড়িতে ফ্রিজ, টিভি থাকলে এবার বাতিল হবে রেশন কার্ড! ফ্ল্যাট থাকলেও করা যাবে না আবেদন, নতুন নিয়ম আনল সরকার

এবার রেশন কার্ড তৈরি করার যোগ্যতা নির্ধারণ করে দিল কেন্দ্র। চালু করা হল কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। রেশন কার্ড তৈরি করার আগে অবশ্যই এইসব নিয়মগুলি জেনে নিতে হবে। যদি কোনও ব্যক্তির ১০০ বর্গমিটারের বেশি জমি থাকে যার মধ্যে, পল্ট, বাড়ি এবং ফ্ল্যাট রয়েছে তাহলে তিনি রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না বলে জানিয়েছে কেন্দ্র।

যে সমস্ত ব্যক্তির চার চাকা গাড়ি, ট্যাক্টর, এবং গাড়ি রয়েছে তারাও আবেদন করতে পারবেন না রেশন কার্ডের জন্য। যাদের বাড়িতে ফ্রিজ, এসি রয়েছে বা যদি কেউ সরকারি চাকরি করেন তারাও রেশন কার্ড পাওয়ার থেকে বঞ্চিত থাকবেন।

এ ছাড়াও যাদের বাড়িতে ফ্রিজ বা এসি রয়েছে কিংবা পরিবারের কেউ সরকারি চাকরি করে তারাও রেশনের জন্য আবেদন করতে পারবেন না।

গ্রামের যারা রেশন কার্ডের জন্য আবেদন করতে চান তাদের পারিবারিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে। অন্যদিকে শহরের কোনও পরিবারের ক্ষেত্রে বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে বলে জান গিয়েছে। যিনি আ.কর দেন তিনি কখনই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না।

যদি ভুল করেও রেশন কার্ড তৈরি হয়ে যায় তাহলেও অবিলম্বে তা আত্মসমর্পণ করতে হবে। নইলে ফাইন হতেও পারে।  এর জন্য উল্লেখ্য প্রমাণ সহ লিখিত সম্মতি পত্র দিতে হবে খাদ্য বিভাগের অফিসে।

                             আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক
যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল