গোপনে বিয়ে! লুকিয়ে রেখেছেন কন্যা সন্তানও, বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের বিরুদ্ধে

Published : Apr 16, 2024, 12:18 PM IST
Ravi Kishan BJP MP Gorakhpur

সংক্ষিপ্ত

বার ভোটের মুখে বড় বিপাকে পড়লেন বিজেপির তারকা সাংসদ রবি কিষাণ।

সামনেই ২০২৪-এর লোকসভা ভোট। দিল্লির আসন ফের একবার জিতে নিতে মরিয়া বিভিন্ন রাজনৈতিক দল। ভোটের মুখে মাঝে-মধ্যেই ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতা-নেত্রীর কারনামা। এবার ভোটের মুখে বড় বিপাকে পড়লেন বিজেপির তারকা সাংসদ রবি কিষাণ।

এই ভোজপুরী সুপারস্টারের বিরুদ্ধে উঠে এল ভয়ঙ্কর অভিযোগ। এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনলেন অপর্ণা ঠাকুর নামের এক মহিলা। অপর্ণা ঠাকুর নামের এই মহিলা রবিকে নিজের স্বামী বলে দাবি করেছেন। অপর্ণা দাবি করেন যে ১৯৯৬ সালে তাঁর আর রবির বিয়ে হয়েছে। শুধু তাই নয় তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছেন বলে দাবি করেছেন অপর্ণা।

 

 

অপর্ণা ঠাকুরের দাবি, বিজেপি সাংসদ রবি কিষাণ তাঁর মেয়ে শেনোভার বাবা। তিনি ও তাঁর মেয়ে লখনউতে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, শেনোভাকে মেয়ে হিসেবে মেনে না নিলে তিনি তাঁর মেয়ের আইনি অধিকার পেতে আদালতের দ্বারস্থ হবেন। এই বিষয়ে আলোচনার জন্য তাঁরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও দেখা করতে চান।

PREV
click me!

Recommended Stories

8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা? বেতন ও পেনশন নিয়ে সংশয় কাটাল কেন্দ্র
সংসদে ওয়াইসি ধামাকা! কী এমন বললেন ওয়াইসি?, করতালিতে ফেটে পড়ল সংসদ