অক্টোবর মাসে বিভিন্ন উৎসব উপলক্ষে দেশের ব্যাংকগুলো একাধিক দিন বন্ধ ছিলো। আয়ুধ পূজা, বিজয়াদশমী, দুর্গাপুজো, মহাত্মা গান্ধী জয়ন্তী, লক্ষ্মী পূজা, মহর্ষি বাল্মীকি জয়ন্তী/কুমার পূর্ণিমা, করবা চৌথ, কাতি বিহু, দীপাবলি, ভূত চতুর্দশী, গোবর্ধন পূজা, বালিপাদ্যামি, ভাইফোঁটা, ছট পুজো এবং সরদার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে এসব দিনে ব্যাংক পরিষেবা বন্ধ থাকবে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে।