'আসিয়ান'-এর মঞ্চে জয়শঙ্কর-মার্কো রুবিও সাক্ষাৎ, মিটতে চলেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ঝামেলা?

Published : Oct 27, 2025, 12:09 PM IST

S Jaishankar On US Trade Deal: নানা টালবাহানার পর কী তাহলে অবশেষে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে সম্মত হলো আমেরিকা? মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে জয় শঙ্করের বৈঠকে কী আলোচনা হলো ? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
মার্কো-জয়শঙ্কর সাক্ষাৎ

শুল্ক সঙ্ঘাত থেকে নানা ইস্যুতে সেই জুলাই মাস থেকেই থমকে রয়েছে ভারত-আমেরিকার বাণিজ্যিক সমীকরণ। এখনও বাণিজ্য নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দুই দেশই। এরই মধ্যে সোমবার মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেখা হল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করের। কী কথা হল দুই বিদেশ মন্ত্রীর? 

25
ভারত-মার্কিন বাণিজ্য নিয়ে আলোচনা

সূত্রের খবর, মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির গোষ্ঠী ‘আসিয়ান’-এর বার্ষিক সম্মেলন। সেখানেই যোগ দিতে মালেয়শিয়া উড়ে গিয়েছেন এই দুই জনপ্রতিনিধি। সরকারি সূত্রে খবর, সেখানেই মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ হয় বিদেশমন্ত্রী এস.জয়শঙ্করের। সম্মেলনের ফাঁকে একান্তে বৈঠকও সারেন দুই রাষ্ট্রনেতা। ওয়াকিবহাল মহলের মতে, দুই দেশের বাণিজ্য নিয়ে  তাদের মধ্যে আলোচনা হতে পারে। 

35
কী বললেন জয়শঙ্কর

আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে নিজের এক্স হ্যানন্ডেলে এদিন একটি বার্তা পোস্ট করেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সেখানে  তিনি লেখেন যে, ‘’মার্কো রুবিওর সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগল। ভারত-মার্কিন বাণিজ্যিক সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে।'' এছাড়াও তিনি আরও জানান যে, মার্কিন বিদেশ সচিব ছাড়াও মালেয়শিয়ার প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি। সকলেই জোর দিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে। 

45
মার্কোর হাত ধরে কাছাকাছি বাণিজ্য চুক্তি

শুল্ক সঙ্ঘাত দূরে রেখে মার্কো রুবিওর হাত ধরে  মিটতে চলেছে ভারত-মার্কিন বাণিজ্যিক চুক্তির জটিলতা। এমনটাই মত আন্তর্জাতিক রাজনৈতিক মহলের। তবে এখন দেখার  দুই দেশের বাণিজ্য চুক্তির কতটা অগ্রগতি হয়। 

55
পাঁচ দফা দাবি নিয়ে বৈঠক

জানা গিয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে  আগেই পাঁচ দফা আলোচনা হয়ে গিয়েছে। চুক্তি নিয়ে যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি  কোনও দেশই। তবে এরই মধ্যে জয়শঙ্কর এবং মার্কোর সাক্ষাৎ বিশেষ তাৎপর্য পূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Read more Photos on
click me!

Recommended Stories