একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সত্যিই কি আপনাকে জরিমানা দিতে হবে? জেনে নিন আরবিআই এর নিয়ম

Published : Mar 25, 2025, 05:29 PM ISTUpdated : Mar 26, 2025, 02:19 AM IST

একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই কি জরিমানা? RBI-এর নিয়ম আসলে কী? জানুন একাধিক অ্যাকাউন্ট সংক্রান্ত আসল তথ্য এবং জরিমানা এড়ানোর উপায়।

PREV
110

এবার একের বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই দিতে হবে কড়কড়ে ১০ হাজার টাকা জরিমানা। এমনই কড়া নিয়ম জারি করেছে RBI।

210

এমন বেশ কিছু প্রতিবেদন বা খবর এতদিন নিশ্চয়ই চোখে পড়েছে, তবে জানলে অবাক হবেন এগুলি অর্ধসত্য।

410

আরবিআই মতে যে কোনও গ্রাহকের একের বেশি সেভিংস অ্যাকাউন্ট থাকতেই পারে। তার জন্য কোনও প্রকার জরিমানা দিতে হবে না।

510

তাই আপনারও আগে এমন ধরনের কোনও তথ্য কোথাও পেলে তা শেয়ার না করে আগে যাচাই করুন। কারণ ভুল সরকারি কথ্য শেয়ার করলে আপনার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে পারে প্রসাশন।

610

RBI জানিয়েছে এক ব্যক্তির নামে যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি কোনও ভুয়ো লেনদেন পাওয়া যায় তাহলে অবশ্যই মোটা টাকা জরিমানা দিতে হবে।

710

যাতে স্ক্যাম ও চুরি কমে যায় তাই এমন সিদ্ধান্ত নিয়েছে RBI। ফলে বুঝতেই পারবেন কোন ধরনের ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থাকলে জরিমানা দিতে হতে পারে।

810

একের বেশি অ্যারাউন্টে ভুলভাল লেনদেন হলেই দিতে হবে কড়কড়ে ১০ হাজার টাকা জরিমানা। টাকা না দিলে আইনি ব্যবস্থাও নিতে পারে ব্যাঙ্ক।

910

নতুন নির্দেশিকা অনুযায়ী, যদি কোনও ব্যক্তির একাধিক ব্যাঙ্কে দুই বা ততধিক অ্যাকাউন্টে কোনও সন্দেহজনক লেনদেন থাকলেই দিতে হবে জরিমানা।

1010

এই সমস্যা থেকে বাঁচতে চাইলে অ্যাকাউন্টের রেকর্ড রাখতে হবে এবং বৈধ অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।

click me!

Recommended Stories