মোদীর সভায় বিস্ফোরণের ছক? সভাস্থল থেকে কিছুদূরেই মিলল আরডিএক্স

Published : Apr 28, 2022, 03:33 PM IST
মোদীর সভায় বিস্ফোরণের ছক? সভাস্থল থেকে কিছুদূরেই মিলল আরডিএক্স

সংক্ষিপ্ত

ওই এলাকায় আরডিএক্স কীভাবে এল, তা খতিয়ে দেখতে গিয়ে তদন্ত শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদীর সমাবেশের স্থান থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে জম্মুর লালিয়ানা গ্রামের একটি মাঠে বিস্ফোরণটি ঘটে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় নাশকতা চালানোর বড়সড় ছক ছিল জঙ্গিদের? প্রশ্নটা উঠছে কারণ রবিবার জম্মুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশস্থলের কাছে যে বিস্ফোরণটি হয়েছিল সেখানে আরডিএক্স এবং একটি নাইট্রেট যৌগের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে এই গর্তটিকে "উল্কাপাতের জেরে তৈরি হওয়া গর্ত" বলে উল্লেখ করেছে। CFSL কি রিপোর্ট দেয় সেই বিষয়ে জানতে চেয়েছে পুলিশ। ওই এলাকায় আরডিএক্স কীভাবে এল, তা খতিয়ে দেখতে গিয়ে তদন্ত শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী মোদীর সমাবেশের স্থান থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে জম্মুর লালিয়ানা গ্রামের একটি মাঠে বিস্ফোরণটি ঘটে।

একজন সিনিয়র পুলিশ অফিসার প্রাথমিকভাবে বলেছিলেন: "এটি সন্ত্রাস-সম্পর্কিত বলে মনে হচ্ছে না। বিস্তারিত জানা যাবে। আমরা সন্দেহ করছি এটি একটি উল্কাপাত বা বজ্রপাত হতে পারে"। উল্লেখ্য, 
রবিবার জম্মু ও কাশ্মীর সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু বিভাগের সাম্বা জেলার পল্লী পঞ্চায়েতে, তিনি জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে সারা দেশে গ্রাম সভাগুলিতে ভাষণ দদেন। প্রধানমন্ত্রী মোদী রবিবার জম্মু ও কাশ্মীরে ২০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে বানিহাল-কাজিগুন্ড রোড টানেল, দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ে, রাতলে এবং কোয়ার জলবিদ্যুৎ প্রকল্প।

তিনি বলেন এই দিনে ক্ষমতায়নের আরও এক ধাপ এগিয়ে গিয়েছিল এই দেশ। জম্মু ও কাশ্মীরের মানুষের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, তিনি সেখানে উন্নয়নের বার্তা নিয়ে গিয়েছেন। জম্মু ও কাশ্মীরের উন্নয়নের গতি দিতে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যায়ে একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন তিনি করেছেন। তিনি আরও বলেন গণতন্ত্র হোক বা উন্নয়ন নতুন একটি উদাহরণ তৈরি করেছে জম্মু ও কাশ্মীরের মানুষ। গত ২-৩ বছর জম্মু ও কাশ্মীর উন্নয়নের একটি নতুন মাত্রা তৈরি করেছে।

কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী তিন হাজার ১০০ কোটি টাকা ব্যায়ে নির্মিত বানিহাল কাজিগন্ড রোড টানেলেরও উদ্বোধন করেন। এছাড়াও প্রধানমন্ত্রী দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ের তিনটি সড়ক উদ্বোধন করেন। এদিনই দিন পল্লী গ্রাম পঞ্চায়েতে ৫০০ কিলোওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রেরও উদ্বোধন করেন। পিএমও থেকে বলা হয়েছে চেনাব নদীর ওপর ৫.৩০০ কোটি টাকা ব্যায়ে  ৮৫০ মেটাওয়াড রাটল জলবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

যোগী সরকারের দুর্দান্ত সাহায্য, 'মৌমাছিওয়ালা' পেল আন্তর্জাতিক স্বীকৃতি
কবে ঠিক হবে IndiGoর বিমান পরিষেবা? একটি বিবৃতি জারি করে জানিয়েছে বিমান সংস্থাটি