কেন বারবার ভূমিধ্বসে বিধ্বস্ত হচ্ছে হিমালয়? লড়াইটা শুরু হয়েছিল ২২ কোটি বছর আগে

Published : Aug 08, 2025, 03:29 PM IST

একের পর এক ভূমি ধ্বসে বিধ্বস্ত হিমালয়। উত্তরাখণ্ড থেকে অরুণাচল- একের পর এক রাজ্যে ধ্বস নেমেই চলছে হিমালয় পর্বতমালা জুড়ে।

PREV
15
ভূমিধ্বসে বিধ্বস্ত হিমালয়

একের পর এক ভূমি ধ্বসে বিধ্বস্ত হিমালয়। উত্তরাখণ্ড থেকে অরুণাচল- একের পর এক রাজ্যে ধ্বস নেমেই চলছে হিমালয় পর্বতমালা জুড়ে। কিন্তু কেন এই ভূমি ধ্বস? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তাতে ভূমি ধ্বসের কতগুলি কারণ সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে একের এপর ভূমিধ্বসের ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা।

25
হিমালয়ান স্টেট

কাশ্মীর থেকে নাগাল্যান্ড পর্যন্ত ১৩টি রাজ্যকে হিমালয়ান স্টেট বলে মনে করা হয়। ২০২২ সালের জানুয়া থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ১১৮৬ দিনের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে ৮২২ দিনই হিমালয় অঞ্চল চরম আবহাওয়ার দেখা গিয়েছে। এই রাজ্যগুলিতে ১১৮৬ দিনে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারিয়েছে ৮৬৩ জন।

35
প্রাকৃতিক দুর্যোগের কারণ

ভূতত্ত্ববিদদের মতে মতে হিমালয় এলাকার লড়াই প্রায় ২২ কোটি বছর পূর্বে। সেই সময় পৃথিবীর সবকটি মহাদেশ একসঙ্গে অবস্থান করতে। সেই অবস্থা ছিল প্যানজিয়া। ২২ কোটি বছর পূর্বে মহাদেশ তৈরি হয়। পৃথিবীর একেবারের উপরের তলাটি তৈরি হয়েছে পাথরের স্তরের ওপর। এটি টেকটকনিক প্লেট।

45
ইন্ডিয়ান প্লেট

ইন্ডিয়ান প্লেট প্রায় ২২ কোটি বছর আগে সরাসরি উত্তর দিকে 'ইউরেশিয়ান প্লেট'-এর দিকে এগোতে থাকে বছরে ২০ সেন্টিমিটার গতিতে। পরের ১৫ কোটি বছরে ওই 'ইন্ডিয়ান প্লেট' এসে পড়েছিল 'ইউরেশিয়ান প্লেট'-এর একেবারে ঘাড়ের উপর। এর পরই 'ইন্ডিয়ান প্লেট' সর্বশক্তি দিয়ে ধাক্কা মারতে শুরু করে 'ইউরেশিয়ান প্লেট'-কে। ভূতত্ত্ববিদদের মতে দুই প্লেটের ওই সংঘর্ষের ফলেই সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল হিমালয় পর্বতমালার। তবে তার পরেও সেই ধাক্কাধাক্কি থামেনি। ইন্ডিয়ান প্লেটের চাপে ইউরেশিয়ান প্লেট ক্রমশ পিছু হঠছে। তাই ইরান থেকে মিয়ানমার পর্যন্ত বিরাট এলাকা মাঝে মাঝেই কেঁপে ওঠে ভূমিকম্পে।

55
ভূমি ধ্বসের কারণ

এই পরিস্থিতি হিমালয় এলাকায় একের পর এক হাড্রোলিক প্রজেক্টের কাজ চলছে। পাশাপাশি উন্নয়নের ছোঁয়া গেলেছ। পরিবেশ পরিস্থিতি না মেনেই তৈরি হচ্ছে একের পর এক হোটেল রিসর্ট, রাস্তাঘাট তৈরি হচ্ছে। যার কারণে নদীগুলির স্বাস্থ্য খুব একটা ভালো নেই। ভাগিরথী, মন্দাকিনী , অলোকানন্দা, ধৌলিগঙ্গা, যমুনা সব নদীর স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার কারণে হিমালয় অঞ্চলে বাড়ছে ভূমিধ্বস।

Read more Photos on
click me!

Recommended Stories