- Home
- West Bengal
- West Bengal News
- দুর্যোগের ঘনঘটা গোটা বঙ্গে, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার সাঁড়াশি চাপে সোমবার থেকে প্রবল বৃষ্টি
দুর্যোগের ঘনঘটা গোটা বঙ্গে, ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার সাঁড়াশি চাপে সোমবার থেকে প্রবল বৃষ্টি
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, , কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় শুক্রবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দুর্যোগের ঘনঘটা
বঙ্গের মাথার ওপর ঘনঘোর দুর্যোগের মেঘ। বৃষ্টির হাত থেকে রেহাই নেই আপাতত। শক্রবার সকালে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী প্রবল বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে। সপ্তাহের প্রথমের বৃষ্টিতে এখনও জলমগ্ন রাজ্যের বিস্তীর্ণ এলাকা। জমা জলে দুর্ভোগ বাড়িয়ে দিতে পারে নতুন করে বৃষ্টি হলে। তেমনই মনে করছেন অনেকে।
বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, , কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় শুক্রবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিতে ভাসবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা। বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণ
হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশ-সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি অক্ষরেখা ফিরোজপুর চণ্ডীগড় খেড়ি বাল্মীক নগর থেকে উত্তর-পূর্বে দিয়ে এগিয়ে হিমালয়ের পাদেশে এলাকা থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্য-বাংলা দেশে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত। এটি দক্ষিণ দিকে রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ও উত্তর ওড়িশা- সংলগ্ন এলাকায় রয়েছে একটি আপার সার্কুলেশন। এই তিনটি প্রকৃতিক অবস্থানের কারণে প্রবল বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে বৃষ্টি
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভরী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে সর্বত্রই বৃষ্টি হবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টি
টানা তিন দিন ধরে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হবে। সোমবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল ও বুধবারই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সময়টা উত্তরবঙ্গেই বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তুলনায়। চলতি বছর উত্তরবঙ্গে তুলনামূলক কম বৃষ্টি হয়েছে।
কলকাতার পরিস্থিতি
কলকাতায় মূলত থাকবে মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮২ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.৪ মিলিমিটার।

