Operation Sindoor: ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে উত্তরপ্রদেশে জারি রেড অ্যালার্ট

Published : May 07, 2025, 03:46 PM ISTUpdated : May 07, 2025, 03:53 PM IST
civil defence mock drills

সংক্ষিপ্ত

India-Pakistan Tension: দেশজুড়ে বুধবার মক ড্রিলের পর এবার যুদ্ধ আবহে 'রেড অ্যালার্ট' জারি হল উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ পুলিশকে সমস্ত রকম ব্যবস্থা নিয়ে তৈরি থাকার নির্দেশ ডিজিপি-র। 

Operation Sindoor: পহেলগাঁওয়ের (Pahalgam) জঙ্গি হামলার পর প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অঞ্চলে ‘মিড নাইট এয়ার স্ট্রাইক’ করেছে ভারত। নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। পর পর ৯টি স্ট্রাইক, যে জঙ্গি ঘাঁটিগুলি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছিল এবং প্রস্তুতি নেওয়া হচ্ছিল, এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সেই জঙ্গিঘাঁটিগুলি। এই প্রত্যাঘাতের পর সারা বিশ্বকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) বার্তা দিয়েছেন, সন্ত্রাসবাদের ক্ষেত্রে ভারতের একটাই পথ, ‘নো টলারেন্স’। এই আবহে আগেই সারা দেশে বুধবার যুদ্ধকালীন মক ড্রিল করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার উত্তরপ্রদেশে জারি করা হলে রেড অ্যালার্ট। দেশের মধ্যে উত্তরপ্রদেশই প্রথম রাজ্য, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

উত্তরপ্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে রেড অ্যালার্ট জারি করার কথা জানিয়েছেন। উত্তরপ্রদেশের ডিজিপি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'অপারেশন সিঁদুর-এর পর উত্তরপ্রদেশ জুড়ে রেড অ্যালার্ট জারি করা হল।’ উত্তরপ্রদেশ পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিফেন্স ইউনিটের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে। প্রয়োজনীয় সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা করতেও বলা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!