ভুয়ো ফেন করে বারবার বিমানে বোমা হামলার হুমকি! দিল্লিতে গ্রেফতার ২৫ বছরের যুবক
বোমার হুমকি দেওয়ার অভিযোগে দিল্লিতে ২৫ বছরের এক বেকার যুবককে গ্রেফতার করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই বোমের হুমকি পাচ্ছিল বিমান সংস্থাগুলি। এ জাতীয় হুমকি পাওয়ার পরে এটি দ্বিতীয় গ্রেফতার।
এ প্রসঙ্গে দিল্লি পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, টেলিভিশনে একই ধরনের ফোনকলের খবর দেখে লোকজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি।
গত ১৪ অক্টোবর থেকে ২৭৫টিরও বেশি ফ্লাইটে বোমা হামলার মিথ্যা হুমকি দেওয়া হয়েছে। গত সপ্তাহে ১৭ বছরের এক কিশোরকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দুটি হুমকি বার্তা এসেছে।
পুলিশ মামলা রুজু করেছে। তদন্তে জানা গিয়েছে, অ্যাকাউন্টটি পশ্চিম দিল্লির উত্তম নগর এলাকার রাজাপুরীর বাসিন্দা শুভম উপাধ্যায়ের। গ্রেফতার করা হয় শুভমকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, টিভিতে একই ধরনের ফোনকলের খবর দেখে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই তিনি এই হুমকি দিয়েছেন।
২৫ বছরের শুভম উপাধ্যায় বেকার এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।
আধিকারিকরা জানিয়েছেন, "আমরা জনগণকে আশ্বস্ত করছি যে সমস্ত প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চিন্তার কিছু নেই। আমরা সবাইকে সতর্ক থাকতে এবং যে কোনও সন্দেহজনক কার্যকলাপ কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
গত ১৬ অক্টোবর ছত্তিশগড়ের রাজনন্দগাঁও থেকে ১৭ বছরের এক স্কুল ড্রপআউটকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তার বিরুদ্ধে ১৪ অক্টোবর চারটি ফ্লাইটে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এক বন্ধুর সঙ্গে টাকা নিয়ে বিবাদের জেরে মেয়েটির নামে এক্স হ্যান্ডেল তৈরি করে তাকে ফাঁদে ফেলার হুমকি দেয়।
ওই কিশোর যে চারটি ফ্লাইটের বিষয়ে হুমকি দিয়েছিল, তার মধ্যে দু'টি ফ্লাইট দেরিতে ছাড়ে। যার মধ্যে রয়েছে মুম্বই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১১৯। সেটিকে নয়াদিল্লির দিকে ঘুরিয়ে দেওয়া হয়। একটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
মন্ত্রণালয় প্ল্যাটফর্মগুলিকে হুঁশিয়ারি দিয়েছে যে তারা যদি তাদের যথাযথ অধ্যবসায়ের বাধ্যবাধকতা মেনে না চলে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।