প্রজাতন্ত্র দিবসে দিল্লির কর্তব্য পথে বাংলার 'দুর্গোৎসব', দেশবাসীকে নারী ক্ষমতায়নের বার্তা দিল বাংলার ট্যাবলো

বাংলার ঐতিহ্যের ঝলক উঠে এল দিল্লির কর্তব্য পথে। উল্লেখ্য গতবছরই বাংলার দুর্গাপুজাকে হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো।

৭৪ তম স্বাধীনতা দিবসে দিল্লির কর্তব্য পথে দেখা গেল বাংলার 'দুর্গোৎসব'। দেশবাসীকে নারী ক্ষমতায়নের বার্তা দিল বাংলার ট্যাবলো। বৃহস্পতিবার দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াযেঁ বাংলার ট্যাবলোতে দেখা গেল দুর্গা মণ্ডপের ধাঁচ। ডাকের সাজে সজ্জিত কার্তিক,গণেশ, লক্ষ্মী, সরস্বতীর পাশাপাশি ছিল মা দুর্গার মূর্তিও। শুধু তাই নয়। আটপৌরে শাড়ি, ধুনুচি নাচে দিল্লির রাস্তায় দেখা গেল একটুকরো বাংলা। ট্যাবলোর সামনে আটপৌরে ভঙ্গিতে লাল পাড় সাদা শাড়ি পড়ে ঢাক বাজাতে দেখা গেল মহিলাদের। সঙ্গে থাকল ধুনুচি নাচও। বাংলার ঐতিহ্যের ঝলক উঠে এল দিল্লির কর্তব্য পথে। উল্লেখ্য গতবছরই বাংলার দুর্গাপুজাকে হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো।

প্রসঙ্গত, এদিন সকালেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ২৬ জানুয়ারি ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীর প্রতি বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটবার্তায় তিনি লিখলেন,‘প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবারের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমরা আজাদিকা অমৃত মহোৎসবের মধ্যে উদযাপণ করছি। দেশের মহান মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’

Latest Videos

আজ দিল্লিতে একাধিক সম্মানে ভূষিত করা হল পুলিশকর্মীদের। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশ কর্মীকে সম্মানিত করা হল। বীরত্বের পদক পেলেন ১৪০ জন পুলিশ কর্মী। রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন ৯৩ জন। দেশ সেবার জন্য পুলিশ পদক পেলেন ৬৬৮ জন। বীরত্বের পুরস্কারের তালিকায় নাম জম্মু ও কাশ্মীর থেকে মাওবাদী অধ্যুষিত এলাকার কর্মীদের। মোট ১৪০ জনের মধ্যে ৪৫ জন কর্মীই জম্মু ও কাশ্মীরের। ৮০ জন মাওবাদী অধ্যুষিত এলাকার।

আরও পড়ুন - 

এক নজরে দেখুন দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের অস্ত্রের সম্ভার

গুগল ডুডলে মোদীর কর্তব্যপথ, গুজরাটি চিত্রশিল্পীর কাজে মুগ্ধ দেশবাসী

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে বর্নাঢ্য কুজকাওয়াজ দিল্লির কর্তব্যপথে, বিশেষ অতিথি হিসেবে থাকছেন মিশরের রাষ্ট্রপতি

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের