গুগল ডুডলে মোদীর কর্তব্যপথ, গুজরাটি চিত্রশিল্পীর কাজে মুগ্ধ দেশবাসী

Published : Jan 26, 2023, 12:18 PM IST
google doodle

সংক্ষিপ্ত

অসাধারণ এই ছবি দেখে আপ্লুত নেটিজেনরা। বৃহস্পতিবার সকালে সার্চ ইঞ্জিন খুলতেই এই দৃশ্য দেখলেন গোটা বিশ্ব।

৭৪ তম প্রজাতন্ত্র দিবসের সকালে গুগলের সার্চ ইঞ্জিন খুলতেই চমক। স্ক্রিনে ফুটে উঠল ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন। কুচকাওয়াচ থেকে দিল্লির কর্তব্যপথ। ২৬ জানুয়ারি স্বদেশপ্রেমের এই অভিনব নিদর্শন দেখে মুগ্ধ দেশবাসী। গুগল ডুডলের এই ছবি এঁকেছেন, গুজরাতের আমদাবাদের চিত্রশিল্পী পার্থ কোথেকার। অসাধারণ এই ছবি দেখে আপ্লুত নেটিজেনরা। বৃহস্পতিবার সকালে সার্চ ইঞ্জিন খুলতেই এই দৃশ্য দেখলেন গোটা বিশ্ব।

প্রসঙ্গত, ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। ঐতিহাসিক এই দিনে সকল ভারতবাসীর প্রতি শুভেচ্ছাবার্তা দিলেন তিনি। ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছে দিল্লির রাজপথ থেকে কলকাতার রেড রোড। দিল্লিতে একাধিক সম্মানে ভূষিত করা হবে পুলিশকর্মীদের। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে মোট ৯০১ জন পুলিশ কর্মীকে সম্মানিত কতা হবে। বীরত্বের পদক পাবেন ১৪০ জন পুলিশ কর্মী। রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন ৯৩ জন। ঐতিহ্যের এই দিনে সূদূর অস্ট্রেলিয়া থেকে ভারতবাসীকে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী আলবেনিজ।

২৬ জানুয়ারি ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে দেশবাসীর প্রতি বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটবার্তায় তিনি লিখলেন,‘প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবারের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আমরা আজাদিকা অমৃত মহোৎসবের মধ্যে উদযাপণ করছি। দেশের মহান মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।’

আরও পড়ুন - 

দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজে প্রথম অংশগ্রহ মিশরীয় সেনার ১৪৪ জন সদস্যের

৭৪ তম প্রজাতন্ত্র দিবসে বর্নাঢ্য কুজকাওয়াজ দিল্লির কর্তব্যপথে, বিশেষ অতিথি হিসেবে থাকছেন মিশরের রাষ্ট্রপতি

প্রথমবার কর্তব্যপথে ২৬ জানুয়ারির প্যারেড, দেখুন প্রজাতন্ত্র দিসবের সেরা ১০টি পয়েন্ট

PREV
click me!

Recommended Stories

যাত্রীদের সমস্যার 'ক্ষতে' ১০০০০ টাকার 'মলম'! IndiGo ভাউচার ঘোষণা করল
৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না