গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই নানান পদক্ষপ নিয়ে থাকে RBI। এবার এই স্বার্থে এক চমকপ্রদ পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
জনগণের কাছে যাতে আর্থিক তথ্য আরও সহজে পৌঁছায় সে কারণে এক বিরাট পদক্ষেপ নিল RBI তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
সদ্য RBI তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক চালু করেছে একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল।
RBI -র ব্যাঙ্কিং আপডেট থেকে শুরু করে সমস্ত রকম তথ্য পেয়ে যাবে হোয়াটস অ্যাপের মাধ্যমে।
এই RBI-র হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হলে প্রথমে RBI-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে QR কোড পাবেন।
সেই QR কোড স্ক্যান করলে আপানি সরাসরি RBI-র হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারবেন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে জয়েন অপশনে ক্লিক করুন। জয়েন করার পর আপনি RBI-র ভেরিফায়েড হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট থেকে তথ্য পাবেন।
RBI-র হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ৯৯৯৯০৪১৯৩৫ নম্বর থেকে পাবেন। এই নম্বরে হোয়াটস অ্যাপ আছে।
তবে, আপনি সঠিক চ্যানেল অনুসরণ করছেন কি না তা নিশ্চিত করার জন্য ওই অ্যাকাউন্টের নামের পাশে ভেরিফায়েড চিহ্নচি দেখে নিনষ
এবার থেকে RBI তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তথ্য জানতে হলে তাদের হোয়াটস অ্যাপ চ্যানেল ফলো করুন।
Sayanita Chakraborty