Reserve Bank Of India: বড় খবর! এবার WhatsApp-এ মিলবে ব্যাঙ্কের সমস্ত তথ্য, নয়া পদক্ষেপ নিল RBI

Published : Apr 15, 2025, 03:23 PM IST

গ্রাহকদের জন্য RBI নতুন WhatsApp চ্যানেল চালু করেছে। এখন থেকে ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্ত আপডেট সরাসরি WhatsApp-এই পাওয়া যাবে। QR কোড স্ক্যান করে সহজেই চ্যানেলে যুক্ত হওয়া যাবে।

PREV
110

গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই নানান পদক্ষপ নিয়ে থাকে RBI। এবার এই স্বার্থে এক চমকপ্রদ পদক্ষেপ নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

210

জনগণের কাছে যাতে আর্থিক তথ্য আরও সহজে পৌঁছায় সে কারণে এক বিরাট পদক্ষেপ নিল RBI তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

410

RBI -র ব্যাঙ্কিং আপডেট থেকে শুরু করে সমস্ত রকম তথ্য পেয়ে যাবে হোয়াটস অ্যাপের মাধ্যমে।

510

এই RBI-র হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হলে প্রথমে RBI-র অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে QR কোড পাবেন।

610

সেই QR কোড স্ক্যান করলে আপানি সরাসরি RBI-র হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারবেন।

710

চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে জয়েন অপশনে ক্লিক করুন। জয়েন করার পর আপনি RBI-র ভেরিফায়েড হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট থেকে তথ্য পাবেন।

810

RBI-র হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ৯৯৯৯০৪১৯৩৫ নম্বর থেকে পাবেন। এই নম্বরে হোয়াটস অ্যাপ আছে।

910

তবে, আপনি সঠিক চ্যানেল অনুসরণ করছেন কি না তা নিশ্চিত করার জন্য ওই অ্যাকাউন্টের নামের পাশে ভেরিফায়েড চিহ্নচি দেখে নিনষ

1010

এবার থেকে RBI তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তথ্য জানতে হলে তাদের হোয়াটস অ্যাপ চ্যানেল ফলো করুন।

click me!

Recommended Stories