'আলোচনার মাধ্যমে সমস্যা মেটানো হোক,' ভেনেজুয়েলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ভারতের

Published : Jan 04, 2026, 04:16 PM IST
 venezuela president maduro arrest drug weapon case us new york detention

সংক্ষিপ্ত

Venezuela: শনিবার থেকে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। এবার এ বিষয়ে সরকারিভাবে মুখ খুলল ভারত। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ভারতের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

DID YOU KNOW ?
শান্তির আবেদন ভারতের
ভারতের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে ভেনেজুয়েলায় শান্তি ফেরানোর আবেদন জানানো হয়েছে।

US Strikes Venezuela: ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে রবিবার গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'ভেনেজুয়েলায় এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা গভীর উদ্বেগের বিষয়। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।' ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, তা আলোচনা ও কূটনীতির মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত বলেও মত প্রকাশ করেছে ভারত। এ প্রসঙ্গে এক বিবৃতিতে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলার মানুষের কল্যাণ ও সুরক্ষার বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভারত। সবপক্ষের উদ্দেশ্যে আমাদের বার্তা হল, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা মিটিয়ে নেওয়া হোক। এই অঞ্চলে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনা হোক।’

ভারতীয়দের নিরাপত্তার দিকে নজর

ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে (Caracas) ভারতীয় দূতাবাস সেদেশে থাকা ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাঁদের সব ধরনের সহায়তা করা হচ্ছে।’ বিদেশমন্ত্রকের (Ministry of External Affairs) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয়দের অপ্রয়োজনে সে দেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন ভেনেজুয়েলায় যে ভারতীয়রা আছেন, তাঁদের প্রচণ্ড সতর্ক থাকতে বলা হচ্ছে। সবাইকে বেশি ঘোরাফেরা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারাকাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হচ্ছে। কারাকাসের ভারতীয় দূতাবাসের ই-মেইল আইডি cons.caracas@mea.gov.in বা জরুরি প্রয়োজনে +৫৮-৪১২-৯৫৮৪২৮৮ ফোন নাম্বারে যোগাযোগ করা যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কলও করা যাবে।'

 

 

মার্কিন হেফাজতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolás Maduro) ও তাঁর স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাঁকে এখন নিউ ইয়র্কের (New York) জেলে রাখা হয়েছে। সোমবার তাঁকে ম্যানহাটনের (Manhattan) আদালতে পেশ করা হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে চারটি ধারায় মামলা করা হয়েছে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
Read more Articles on
click me!

Recommended Stories

New Year 2026 Party: বর্ষবরণের রাতে রেকর্ড মদ বিক্রি গোটা দেশে, কোন রাজ্য কোথায় দাঁড়িয়ে?
নতুন বছরে বাবা বিশ্বনাথের দরবারে মুখ্যমন্ত্রী যোগী, নিলেন কাশী কোতয়ালের আশীর্বাদ