আরজি কর কাণ্ডে বড় ধাক্কা! কাল হচ্ছে না সুপ্রিম কোর্টে শুনানি, কবে পড়ল পরবর্তী তারিখ?

Published : Sep 04, 2024, 08:16 PM IST
Supreme Court Recruitment

সংক্ষিপ্ত

প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না- এই মর্মেই একটি নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। নয়া নোটিস অনুসারে তাই আগামিকাল বৃহস্পতিবার হচ্ছে না আরজি কর মামলার শুনানি। তাই সুপ্রিম কোর্টে আপাতত পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি।

আরজি কর কাণ্ডে এবার হতাশ হতে হল আন্দোলনকারীদের। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে তাঁর বেঞ্চে পেশ হওয়ার জন্য তালিকাভুক্ত সব মামলাই এদিন বাতিল হয়েছে। এই তালিকায় ছিল আরজি কর মামলাও।

এদিন প্রধান বিচারপতির বেঞ্চ বসছে না- এই মর্মেই একটি নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। নয়া নোটিস অনুসারে তাই আগামিকাল বৃহস্পতিবার হচ্ছে না আরজি কর মামলার শুনানি। তাই সুপ্রিম কোর্টে আপাতত পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। জানা যাচ্ছে, বৃহস্পতিবার থাকছেন না প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সাধারণত যে সব মামলার শুনানি প্রধান বিচারপতির সামনে হয়েছে, সেই মামলাগুলির শুনানি হয় প্রধান বিচারপতির সামনেই। আগামিকাল তিনি থাকছেন না, ফলে এই বেঞ্চ বসবে না বলেই জানানো হয়েছে।

জুডিশিয়ারির যে ডেকোরাম রয়েছে, বিচারবিভাগীয় যে নিয়ম বা রীতি রয়েছে, তার মধ্যেই পড়ে। তাই কেন প্রধান বিচারপতি বসছেন না, এই ধরণের নোটিসের ক্ষেত্রে উল্লেখ করা হয় না।

আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না। তাই আগামীকাল আরজিকর মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারধীন রয়েছে, এবং যে মামলার শুনানি আগামীকাল হওয়ার কথা ছিল, সেই মামলার শুনানি পিছিয়ে গেল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo