'প্রয়োজনীয় পদক্ষেপ করুন', আরজি কর মামলায় সন্দীপদের বিরুদ্ধে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
প্রায় এক মাস পরে সুপ্রিম কোর্টে উঠল আরজি কর মামলার শুনানি। নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হল শুনানি। কিন্তু এইদিন সন্দীপ ও অভিজিৎকে নিয়ে বড় নির্দেশ দিল আদালত।
প্রায় এক মাস পরে সুপ্রিম কোর্টে উঠল আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলা। তাতেই বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
অসহযোগিতার অভিযোগ
আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির নিয়ে মামলায় সিবিআই আদালতে রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে।
সিবিআই আইনজীবীর সওয়াল
সিবিআই আইনজীবী তুষার মেহতা বলেন, আর্থিক দুর্নীতি মামলায় দুই অভিযুক্ত সরকারি পদে কাজ করছিলেনয়। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রাজ্যের অনুমতি প্রয়োজন। কিন্তু রাজ্য অনুমতি দিচ্ছে না।
সিবিআই আইনজীবীর বক্তব্য
তুষার মেহতা বলেন, ২৭ নভেম্বর রাজ্যের অনুমতি চাওয়া হয়েছিল। ২৯ নভেম্বর চার্জশিট দেওয়া হয়।
রাজ্যের পাল্টা দাবি
রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, তাদেরক কাছে এমন কোনও তথ্য নেই।
প্রধান বিচারপতির বক্তব্য
তারপরই প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ করুন। পাশাপাশি গোটা বিষয়ে নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
সরকারি কর্মীদের চার্জশিট দেওয়ার নিয়ম
আর্থিক কর আর্থিক দুর্নীতিত মামলায় অভিযুক্ত হলেন সন্দীপ ঘোষ। তিনি সরকারি কর্মী। সরকারি কর্মীদের চার্জশিট দেওয়ার জন্য রাজ্যের অনুমতি লাগে।
চার্জশিটের পরে বিচারপ্রক্রিয়া শুরু
চার্জশিট দাখিল করা হলেও বিচারপ্রক্রিয়া শুরু হয়। সিবিআই-এর অভিযোগ রাজ্যের কাছে প্রয়োজনীয় অনুমতি চাওয়া হলেও এখনও পর্যন্ত তা পাওয়া যায়নি।
সাপ্লিমেন্টারি চার্জশিটে
আরজি করের তরুণী খুন ও ধর্ষণ কাণ্ডে সরাসরি চার্জশিটে নাম নেই সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের। দুজনেই সরকারি কর্মী হওয়ায়। তাই সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে নাম।
পরবর্তী শুনানি
এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ মার্চ। প্রায় তিন মাস পরে আবার সুপ্রিম কোর্টে উঠবে আজরি কর মামলা।