বছর শেষের আগেই লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা কেন্দ্রের! ক্লাস ১০ পাশ করলেই মেয়েরা পাবেন মাসে ৭ হাজার

Published : Dec 10, 2024, 05:32 PM IST

দুর্দান্ত খবর। লক্ষ্মীর ভাণ্ডারকে বলে বলে ১০ গোল কেন্দ্রের! বছর শেষ হওয়ার আগে বড় চমক দিল কেন্দ্রের মোদী সরকার। এবার আর ১০০০ বা ১২০০ টাকা নয়, প্রতি মাসে মহিলাদের হাতে আসবে ৭০০০ টাকা!

PREV
110

বছর শেষ হওয়ার আগেই লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ছক্কা মারল মোদী সরকার।

210

বছর শেষ হওয়ার আগে বড় চমক দিল কেন্দ্রের মোদী সরকার। আনল নয়া প্রকল্প।

310

এই প্রকল্পের আওতায় এবার আর ১০০০ বা ১২০০ টাকা নয়, প্রতি মাসে মহিলাদের হাতে আসবে ৭০০০ টাকা!

410

যে কোনও দশম শ্রেণী পাশ মহিলা এই স্কিমে আবেদন করতে পারবেন। এর জন্য বয়সের একটা সীমাও আছে।

510

১৮ থেকে ৭০ বছর বয়সী যে কোনও মহিলা এই স্কিমের জন্য আবেদন করতে পারেন। আবেদন করতে আপনার নিকটস্থ শাখায় গিয়ে তথ্য নিতে পারেন।

610

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন https://licindia.in/hi/test2 এ।

710

আবেদন করার আগে বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র ও মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও সেলফ অ্যাটেস্টেড কপি সংযুক্ত করতে হবে।

810

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজই এই প্রকল্পের সূচনা করেন।

910

‘বিমা সখী যোজনা’তে দশম শ্রেণী পাশ করলেই মহিলারা হাতে পাবেন প্রতি মাসে ৭০০০ টাকা।

1010

এই প্রকল্পটি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি)-এর উদ্যোগে নেওয়া হয়েছে। এই যোজনার আওতায় মহিলারা বিশেষ প্রশিক্ষণ এবং প্রথম তিন বছর পর্যন্ত ভাতা পাবেন। প্রশিক্ষণ শেষ হওয়ার পরে, মহিলারা এলআইসি এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন।

click me!

Recommended Stories