কর্মীদের মুখে হাসি ফুটিয়ে ৮% DA বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের! একলাফে বাড়ল মোটা টাকা

৮% মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। জানুয়ারিতেই অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে দুর্দান্ত ঘোষণা সরকারের।

Parna Sengupta | Published : Dec 10, 2024 6:23 PM
110

জানুয়ারি মাসেই রাজ্য সরকারি কর্মীদের হাতে আসতে চলেছে মোটা টাকা।

210

কর্মীদের মুখে হাসি ফুটিয়ে ৮% DA বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের!

310

এতদিন পর্যন্ত কর্মীরা ৩৮% হারে ভাতা পাচ্ছিলেন, তবে এবার সেটা বেড়ে ৪৬% হয়ে গেল।

410

রাজ্যের সরকারি কর্মীদের সাথে পশ্চিমবঙ্গ সরকারের DA বিবাদ আজও জারি রয়েছে।

510

বর্তমানে কেন্দ্র ও রাজ্যের DA এর পার্থক্য ৩৯% যার জেরে এবার বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে কর্মী সংগঠনগুলি। তবে এরই মাঝে এল বড় খবর!

610

ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে ১৫,৮৪৩ কর্মী উপকৃত হবেন। তবে বর্ধিত DA দেওয়ার জেরে রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত ৫ কোটি।

710

এছাড়াও সরকারের তরফ থেকে আরও ৪% DA বৃদ্ধির অনুমতি মিলেছে। সেটা ঘোষণা হলে ৫০% হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে।

810

সেক্ষেত্রে গ্রাচুইটি হিসাবে ২০ লাখের বদলে ২৫ লক্ষ টাকা পাবেন কর্মচারীরা।

910

একধাক্কায় ৮% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আসতেই খুশি ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমস্ত কর্মীরা।

1010

উত্তরপ্রদেশের রাজ্য পরিবহণ দফতরের কর্মীদের মহার্ঘভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos