RSS: 'হিন্দুদের একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হবে', আহ্বান মোহন ভাগবতের

Published : Nov 24, 2023, 04:52 PM IST
Mohan Bhagwat

সংক্ষিপ্ত

মোহন ভাগবত শুক্রবার গোটা বিশ্বের হিন্দুদের একে অপরের সঙ্গে সংযোগ করার আবেদন করেছেন। তিনি আরও বলেছেন, ভারত অন্যান্য দেশকে সুখ আর সন্তুষ্টি অর্জনের পথ দেখাবে। 

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘরের প্রধান মোহন ভাগবত শুক্রবার গোটা বিশ্বের হিন্দুদের একে অপরের সঙ্গে সংযোগ করার আবেদন করেছেন। তিনি আরও বলেছেন, ভারত অন্যান্য দেশকে সুখ আর সন্তুষ্টি অর্জনের পথ দেখাবে। থাইল্যান্ডের ব্যাংককে বিশ্ব হিন্দু কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনের ভাষণ দিতে গিয়ে ভাগবত বলেছিলেন যে বিশ্ব বস্তুবাদ, সাম্যবাদ ও পুঁজিবাদের বিভিন্ন পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েও সন্তুষ্টি অর্জন করতে পারেননি। এগুলি নিয়ে কোভিড ১৯ মহামারির পরে পুনর্বিবেচনা করতে শুরু করেছে।

মোহন ভাগবত বলেছেন, 'আজকের বিশ্ব এখন হোঁচট খাচ্ছে। ২০০০ বছর ধরে তারা সুখ, আনন্দ, শান্তি আনতে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে। তারা বস্তুবাদ , সাম্যবাদ ও পুঁজিবাদের হাত ধরে চেষ্টা করেছে। বিভিন্ন ধর্মের মাধ্যমেও চেষ্টা করা হয়েছে। এগুলি সমৃদ্ধি ধরে নিয়েছে। কিন্তু কোনও সন্তুষ্টি নেই। ... মনে হচ্ছে তারা একমত যে ভারত পথ দেখাবে। '

মোহন ভাগবত বলেছিলেন যে হিন্দুদের অবশ্যই বসুধৈব কুটুম্বম - এর চেতনা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, 'প্রতিটি হিন্দুসঙ্গে সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। প্রত্যেককে প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে। হিন্দুদের যতবেশি সংখ্যায় যুক্ত হবে বিশ্বেও তার প্রতিক্রিয়া তত বেশি দেখতে পাবে।' মোহন ভাগবতের কথায় 'আমাদের যেতে হবে ও সবার সঙ্গে যোগাযোগ তৈরি করতে হবে। আমাদের সেবার মাধ্যমে তাঁকে আমাদের কাথে আনতে হবে। আমাদের সেই চেতনা রয়েছে। নিঃস্বার্থ সেবার ক্ষেত্রে আমাদের বিশ্বজুড়ে একটি প্রান্ত রয়েছে। এটি আমাদের ঐতিহ্য ও মূল্যবোধের মধ্যে রয়েছে। তাই পৌঁছান ও হৃদয় ছাড়া আর কিছুই জয় করাই আমাদের কর্তব্য। '

এদিন আরএসএস প্রধানের ব্যাখ্যা করেছেন যে রাগ, হিংসা, অহংবোধমূলক আচরণের মত নেতিবাচক আবেগ সমাজকে ভেঙে দিচিছে। ব্যক্তিদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। নিঃস্বার্থ সেবার মধ্যে হৃদয় দয় করার আহ্বান তিনি জানিয়েছেন। ওয়ার্ল্ড হিন্দু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও হ্লাবাল চেয়ারম্যান স্বামী বিজ্ঞানন্দন শঙ্খ বাজানোর পরে থাইল্যান্ডের অনুষ্ঠান শুরু হয়। WHC অধিবেশনে আধ্যাত্মিক নেতা মাতা অমৃতানন্দময়ী দেবী, বিশ্ব হিন্দু পরিষদের বা ভিএইচপির সাধারণ সম্পাদক মিলিন্দ পারন্দে এবং অন্যান্য সহ ৬০ টিরও বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আকও পড়ুনঃ

বিপাকে অভিনেতা প্রকাশ রাজ ,১০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় তলব ইডি-র

মোদীকে অপয়া বলে বিতর্কে রাহুল গান্ধী, শুক্রবারের মধ্যে জবাব চেয়ে শোকজ নোটিশ নির্বাচন কমিশনের

Pregnancy tips: ৪০ এর মা হতে চান? তাহলে অবশ্যই মাথায় রাখুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি

PREV
click me!

Recommended Stories

Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!
ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে