8th Pay Commission: দারুণ খবর! এক ধাক্কায় ৩০ থেকে ৩৪ শতাংশ বাড়ছে বেতন, প্রকাশ্য়ে এল নয়া রিপোর্ট

Published : Jul 10, 2025, 11:51 AM IST

অষ্টম পে কমিশন অনুযায়ী, সরকারি কর্মীদের বেতন ৩০ থেকে ৩৪ শতাংশ বাড়তে পারে। এতে প্রায় ১.১২ মিলিয়ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। এই বৃদ্ধির ফলে যাত্রীবাহী যানবাহন, বিএফএসআই, এফএমসিজি এবং কিউএসআরের মতো খাতগুলো উপকৃত হবে।

PREV
110

অষ্টম পে কমিশন ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক খবর আসছে প্রকাশ্যে। ২০২৬ সাল থেকে কার্যকর হওয়ার কথা।

210

কিন্তু, ঠিক কত শতাংশ বেতন বাড়বে তা নিয়ে ফের প্রকাশ্যে এল নয়া তথ্য। এবার জানা গেল, নতুন পে কমিশন গঠন হলে কত বেতন বাড়বে কর্মীদের।

410

৯ জুলাই ব্রোকারেজ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, প্রায় ১.১২ মিলিয়ন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হতে চলেছে।

510

যাত্রীবাহী যানবাহন, বিএফএসআই, এফএমসিজি এবং কিউএসআরের মতো খাতগুলো এই বৃদ্ধির ফলে উপকৃত হবে। সব মিলিয়ে বাড়তে আয়।

610

এর আগে জানুয়ারি ২০১৬ সালে গঠিত হয়েছিল সপ্তম পে কমিশন। সে সময় প্রায় ১৪ শতাংশ বেতন বৃদ্ধি হয়। এবার ফের বাড়বে বেতন।

710

ব্রোকারেজের বিশ্বাস, অষ্টম পে কমিশন চালু হওয়ার জেরে একাধিক সেক্টরের উন্নতি হবে। আয় বাড়ছে। সেগুলো মধ্যে রয়েছে, যাত্রিবাহী পরিবহন, ব্যাঙ্কিং সেক্টর, খাদ্য উৎপাদনের মতো শিল্প। তবে, এই সেক্টরগুলোর চাহিদা কতটা বাড়বে তা নির্ভর করবে বেতন কতটা বাড়ছে তার ওপর।

810

বেতন বৃদ্ধির জেরে ১.৩ লক্ষ কোটি টাকা নয়া আর্থিক সংস্থানের প্রয়োজন। এতে সরকারও লাভবান হবে। জিএসটি খাতে আয় বাড়বে। খাদ্য সামগ্রী, গাড়ির মতো শিল্পের চাহিদা বাড়বে।

910

প্রসঙ্গত, বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। যা সংশোধন করে করা হতে পারে ৩.৬৮। এতে প্রতি মাসে ১৪ থেকে ১৯ হাজার বাড়তি বেতন পাবেন কর্মীরা।

1010

সব মিলিয়ে আশায় রয়েছেন সকল সরকারি কর্মী। শীঘ্রই বাড়তে পারে বেতন। এবার এক ধাক্কায় অনেকটা বেতন বৃদ্ধি পাবে বলে আশা সকলের।

Read more Photos on
click me!

Recommended Stories