জামিয়ার পাশে ছাত্র সমজে, প্রতিবাদে গান বাঁধলেন রূপম

Published : Dec 19, 2019, 04:37 PM ISTUpdated : Dec 19, 2019, 04:42 PM IST
জামিয়ার পাশে ছাত্র সমজে, প্রতিবাদে গান বাঁধলেন রূপম

সংক্ষিপ্ত

প্রতিবাদের সুর এবার রূপমের কণ্ঠে ছাত্রছাত্রীর মিছিলে রূপমের গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই ভাইরাল গান কেন্দ্রিয় সরকারকে কটাক্ষ করে গান

নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পরই উত্তাল গোটা দেশ। সেই প্রতিবাদে সরব হয়ে রাস্তা নেমেছিল দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরও। বিপরীতে যা মিলেছিল তা আরও একবার শিক্ষাজগতের 'কালো অধ্যায়' হয়ে রয়েগেল। রাস্তায় বিক্ষোভ ঠেকাতে টিয়ার গ্যাস থেকে শুরু করে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী হাজির ছিল সেদিন। ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ ওঠে পুলিশি নৃসংশতার। 

আরও পড়ুনঃ নাগরিকত্ব আইনের প্রতিবাদে মিছিল

দিল্লির এই খবর ছড়িয়ে পড়ার পরই রাতারাতি প্রতিবাদে রাস্তায় নেমেছিল হাজার হাজার পড়ুয়া। বাদ পড়েনি যাদবপুরও। এরপরি ক্রমেই অগ্নিগর্ভ হয়ে ওঠে দিল্লি। ছাত্রদের প্রতিবাদ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এবার সেই প্রতিবাদের কণ্ঠ হলেন রূপম ইসলাম। বাঁধলেন গান। সেই গান সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই তা নজর কাড়ল সকলের। 

আরও পড়ুনঃ সিএএ ইস্যুতে রণক্ষেত্র দিল্লি, বেঙ্গালুরুতে আটক রামচন্দ্র গুহ

আমি মানুষের স্বাধিনতা চাই, আমি মানুষের বিপ্লবে তাই... গানটি বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়। বাংলা সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের আগুন জ্বলছে। সেই আন্দোলনে সামিল হয়েছে ছাত্ররাও। প্রতিবাদের ভাষাই এবার সুর পেল রূপম ইসলামের কণ্ঠে, আর তা পুনরায় গান হয়ে ধরা দিল ছাত্রদের মাঝে। 

PREV
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
দেশজুড়ে ইন্ডিগো-র উড়ান পরিষেবায় বিপর্যয়, সিইও-কে শোকজ নোটিস কেন্দ্রের