নাগরিকত্ব আইনের প্রতিবাদে গর্জে উঠল তিলোত্তমার রাজপথ, পথে নামলেন অপর্ণা-কৌশিকরা

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে ফের মিছিল শহরের রাজপথে। এবার নাগরিক সমাজের সঙ্গে পা মেলালেন বুদ্ধিজীবীরাও। গর্জে উঠলেন অপর্ণা সেন, কৌশিক সেনরা। বৃহস্পতিবার মৌলালির রামলীলা ময়দান থেকে শুরু হয় মিছিল। ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে মিছিলে হাঁটেন বুদ্ধিজীবীরাও। এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং-এ গিয়ে শেষ হয় মিছিল। মিছিলের সামনেই ব্যানার ধরে হাঁটতে দেখা যায় অপর্ণা, কৌশিক ও সোহাগ সেনদের।
 

/ Updated: Dec 19 2019, 04:23 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে ফের মিছিল শহরের রাজপথে। এবার নাগরিক সমাজের সঙ্গে পা মেলালেন বুদ্ধিজীবীরাও। গর্জে উঠলেন অপর্ণা সেন, কৌশিক সেনরা। বৃহস্পতিবার মৌলালির রামলীলা ময়দান থেকে শুরু হয় মিছিল। ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে মিছিলে হাঁটেন বুদ্ধিজীবীরাও। এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং-এ গিয়ে শেষ হয় মিছিল। মিছিলের সামনেই ব্যানার ধরে হাঁটতে দেখা যায় অপর্ণা, কৌশিক ও সোহাগ সেনদের।

সিএএ এবং এনআরসি নিয়ে বর্তমানে তোলপাড় গোটা দেশ। দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই সহ সব মেট্রো শহরেই চলছে আন্দোলন। এশহরও পিছিয়ে নেই প্রতিবাদে। বাম, কংগ্রেস এবং তৃণমূল সকলেই নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছেন।