ইউক্রেনে আরও বড় হামলার পরিকল্পনা, ৬৪ কিলোমিটার লম্বা রুশ সেনার কনভয়ের ছবে সামনে এল

কিয়েভ থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে রয়েছে আন্তনোভ বিমানবন্দর। সেখান থেকেই রুশ কনভয়ের যাত্রা শুরু হয়েছে। ম্যাক্সার টেকনোজলি নামের সংস্থাটি জানিয়েছে, ইউক্রেন সীমান্চের উত্তরে ৩২ কিলোমিটারেরও কম দক্ষিণে অবস্থিত বেলারুশে অতিরিক্ত সেনা বাহিনী মোতায় করেছে মস্কো। 

বেলারুশে রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) শান্তি বৈঠক ব্যর্থ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বৈঠক নিয়ে আলোচনা চলছে। কিন্তু এরই মধ্যে সামনে এল হাড়হিম করা রুশ সেনা বাহিনীর অভিযানের ছবি। বিশেষজ্ঞদের ধারনা ইউক্রেনের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের পরিকল্পনা গ্রহণ করেছে রাশিয়া। কারণ উপগ্রহ চিত্রে (Satellite image) ধরা পড়েছে ৬৪ কিলোমিটার এলাকা জুড়ে লম্বা রুশ সেনা কনভয়ের (Russian Army Convay) ছবি। ম্যাক্সার-এর তোলা উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে রাশিয়ান কনভয় আন্তোনোভ বিমানবন্দর থেকে প্রিবিরস্ক শহরে রাস্তায় মার্চ করে যাচ্ছে। ম্যাক্সার (Maxar) আরও জানিয়েছে, ইভানকিভের উত্তর ও উত্তর-পশ্চিমে রাস্তাগুলোতে রুশ কনভয় দেখা যাচ্ছে। ইতিমঘধ্যেই এই এলাকায় তাণ্ডব শুরু করেছে রুশ বাহিনী। একাধিক বাড়িতে  আগুন জ্বলতে দেখা যাচ্ছে। 

কিয়েভ থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে রয়েছে আন্তনোভ বিমানবন্দর। সেখান থেকেই রুশ কনভয়ের যাত্রা শুরু হয়েছে। ম্যাক্সার টেকনোজলি নামের সংস্থাটি জানিয়েছে, ইউক্রেন সীমান্চের উত্তরে ৩২ কিলোমিটারেরও কম দক্ষিণে অবস্থিত বেলারুশে অতিরিক্ত সেনা বাহিনী মোতায় করেছে মস্কো। মেতায়েন করা হয়েছে হেলিকপ্টারও। বিশেষজ্ঞদের মতে স্থলপথের পাশাপাশি আকাশপথেও হামলার পরিকল্পনা গ্রহণ করেছে রাশিয়া। বেলারুশের মাজিরেবোকভে এয়ারফিল্ডে রাশিয়া গ্রাউন্ড অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। উচ্চ রেজোলিউটশন ইমমে তা স্পষ্ট হয়েছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে বেলারুশেই সক্রিয় হয়েছে সেনা বাহিনী। 

Latest Videos

গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু তারপর থেকেই ইউক্রেন বাহিনী রীতিমত সক্রিয় ছিল। কিয়েভ রক্ষা করতে এখনও পর্যন্ত মরিয়া চেষ্টা করে যাচ্ছে ইউক্রেন বাহিনী। একাধিক রাস্তা রুখে দিয়েছে ইউক্রেন বাহিনী। কিন্তু বিশাল এই রুশ সেনা কনভয়ের বিরুদ্ধে ইউক্রেন বাহিনী কতক্ষণ টিকে থাকবে তাই এখন বড় প্রশ্ন। 

অন্যদিকে ইউক্রেন জানিয়েছে রুশ সেনার  হানায় ১৪ জন শিশুসহ ৩৫২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বড় শহর খারকিভের বেশ কয়েকটি আবাসিক এলাকার দখল ইতিমধ্যেই নিয়ে নিয়েছে রাশিয়া। খারকিভে আর্টিলারি হামলা চালাচ্ছে মস্কো। এই এলাকায় ১১জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছে কিয়েভ। 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে রাষ্ট্রসংঘে আরও একটি ভোটে বিরত ভারত, ভরসা কূটনীতিতে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান, রইল সম্ভাব্য পাঁচটি কারণ

রাশিয়ার ক্লাস্টার বোমা ও ভ্যাকুয়াম বোমার আঘাতে মৃত্যুপুরী ইউক্রেন, জেন নিন এগুলি কতটা ভয়ঙ্কর

রাশিয়ার হামলায় যে ইউক্রেনের ব্যাপক ক্ষতি হয়েছে- এই প্রথম তা শিকার করেছে ইউক্রেন। বৃহস্পতিবার প্রথম রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তারপর থেকে ক্রমাগত হামলা চলছে এই দেশটিতে। ইউক্রেনের অভিযোগ ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরণ হামলা চালছে। রাশিয়ান এই হামলায় প্রায় ৫০ মিলিয়ন ইউক্রেনবাসী ইতিমধ্যেই দেশ ছেড়ে অন্যত্র চলে গেছে। ইউক্রেন থেকে বিদেশিরাও পালিয়ে যাচ্ছে। শান্তি নিয়ে প্রথম দফার আলোচনা ভেস্তে গেছে। তবে এখনও দুটি দেশই আলোচনার পথ খোলা রেখেছে। 
 

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar