প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর রুশ প্রেসিডেন্ট পুতিন মোদীকে ইউক্রেন ও রাশিয়ান দলের মধ্যে শান্তি চুক্তি নিয়ে যে আলোচনা হচ্ছে সেসম্পর্কে আবহিত করেন।
দিন যত যাচ্ছে ততই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ( Russia-Ukraine war) নিয়ে সংকট বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বিবাদমান দুই রাষ্ট্র প্রধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr zelensky) সঙ্গে কথা বলেন। দুই রাষ্ট্র নেতার সঙ্গে সঙ্গে পৃথক পৃথক আলোচনায় প্রধানমন্ত্রী যুদ্ধের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে সূত্রের খবর। এদিন প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রায় ৩৫ মিনিট কথা বলেন। তারপরই তিনি ফোনে কথা বলেন রুশ প্রেসিডেন্টের সঙ্গে। পুতিনের সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা বলেন মোদী। এর আগেও তিনি পুতিনের সঙ্গে কথা বলেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনের সঙ্গে যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর রুশ প্রেসিডেন্ট পুতিন মোদীকে ইউক্রেন ও রাশিয়ান দলের মধ্যে শান্তি চুক্তি নিয়ে যে আলোচনা হচ্ছে সেসম্পর্কে আবহিত করেন। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনের সঙ্গে সমস্যা মেটানোর জন্য পুতিনকে আলোচনার পরামর্শ দিয়েছিলেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুমিতে রাশিয়ার যুদ্ধ বিরতি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এদিন রাশিয়ার কিয়েভসহ ইউক্রেনের তিনটি বড় শহরে প্রায় ১১ ঘণ্টার জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। এই সময়ের মধ্যে মানবিক করিডোর তৈরি করে আটকে পড়া সাধারণ মানুষদের উদ্ধার করা হবে। প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।
সুমিতে এখনও প্রায় ৮০০ মেডিক্যাল পড়ুয়া আটকে রয়েছে। তাদের পাশাপাশি সাধারণ ভারতীয়দের উদ্ধারের ওপর জোর দিয়েছেন। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন সুমি থেকে ভারতীয়দের উদ্ধারে সবরকম সহযোগিতা করার আশ্বাস প্রধানমন্ত্রীকে দিয়েছেন বলেও সূত্রের খবর।
এদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr zelensky) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), ইউক্রেনের বর্তমান পরিস্থিতি (Ukraine situation) নিয়ে সোমবার আলোচনা করেছেন। দুই রাষ্ট্রপ্রধান প্রায় ৩৫ মিনিট ধরে টেলিফোনে কথা বলেন। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রাশিয়া ও ইউক্রেন যে সরসারি আলোচনা করেছে গোটা পরিস্থিতি নিয়ে তার প্রশংসা করেছেন। এদিন আলোচনার সময় স্বভাবতই অগ্রাধিকার পেয়েছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার প্রসঙ্গে। মোদী ভারতীয় নাগরিকদের উদ্ধার ও নিরাপদ স্থানে পাঠানোর আর্জি জানিয়েছেন বলেও সূত্রের খবর। পাশাপাশি ইউক্রেন যেভাব ভারতীয় নাগরিক বিশেষত শিক্ষার্থীদের উদ্ধারে যে ভূমিকা নিয়েছে তারও প্রশংসা করেছেন মোদী। সূত্রের খবর এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুমিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্ধেগ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ইউক্রেনের সহযোগিতারও চেয়েছেন।
অফার শেষ হওয়ার আগেই পেট্রোল ট্যাঙ্ক ভরে নিন, পরামর্শ রাহুল গান্ধীর
পাকিস্তানের নতুন ষড়যন্ত্র, পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ড্রোনে করে মাদকের প্যাকেট পাচারের চেষ্টা
সরকার বিরোধী প্রতিবেদন লিখে পুলিশের জালে রায়পুরের সাংবাদিক, সরানো হল বিলাসপুর জেলে