রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভারতীয়দের দেশে ফেরাতে পঞ্চম বৈঠকে নরেন্দ্র মোদী

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে উপস্থিতি ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীষূষ গোয়েল, বিদেশ মন্ত্রকের সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। 

ইউক্রেন (Ukraine) আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে তৎপর কেন্দ্রীয় সরকার। এই নিয়ে পঞ্চমবার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Moid)। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের (Russia-Ukraine War) কারণে যেসব ভারতীয় বিশেষত শিক্ষার্থীরা ইউক্রেনে আটকে পড়েছে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনাটাই মূল লক্ষ্য মোদী সরকারে। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধের পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন বলে সূত্রের খবর। 

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে উপস্থিতি ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীষূষ গোয়েল, বিদেশ মন্ত্রকের সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ। আপারেশন গঙ্গার বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Latest Videos

এই নিয়ে ইউক্রেন ইস্যুতে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চম বৈঠক করেন। যার সিংভাগ জুড়েই রয়েছে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিরাপদে উদ্ধার করে আনা। এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও এক ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। সূত্রের খবর আক্রান্ত ছাত্রেরও বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাতে দ্রুত ভারতীয়দের দেশে ফেরানো যায় তার ওপরই তিনি জোর দিয়েছেন বলেও সূত্রের খবর। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উঠছে চেরনোবিল বিপর্যের কথা, জানুন ৩৬ বছর আগে পরমাণু কেন্দ্রে কী হয়েছিল

পারমাণবিক বিদ্যুৎ চুল্লি হামলায় রাশিয়াকে সতর্ক করল ইউক্রেন, তুলল চেরনোবিল প্রসঙ্গ

রাশিয়ার হামলায় ইউক্রেনে গুলিবিদ্ধ আরও ১ ভারতীয় ছাত্র, কিয়েভের হাসপাতালে চিকিৎসাধীন

অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবস্থা দিনে দিনে ক্রমশই খারাপ হচ্ছে। যুদ্ধের নবমতম দিন (9th Days) থেকে আরও ভঙ্কর হয় উঠছে রাশিয়া (Russia)। ইউক্রেনে (Ukraine) ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। ভারতীয় সময় বৃহস্তপতিবার রাত থেকে ক্রমাগত গুলি চালাচ্ছে রাশিয়ান সেনারা। যা নিয়ে ইউক্রেন সতর্কতা জারি করেছে। এক সপ্তাহধরে টানা যুদ্ধ চলায় রাশিয়ার প্রায় ৫০০ সেনার মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নিয়েছে মস্কো। আহত সেনার সংখ্যা ১৫০০। অন্যদিকে ইউক্রেন জানিয়েছেন রাশিয়ার হামলার কারণে তাদের দেশের প্রায় ১ মিলিনয় মানুষ দেশে ছেড়ে পালিয়ে গেছেন। তাঁরা শরনার্থী হয়ে পোল্যান্ড বা রোমানিয়া সীমান্তে আশ্রয় নিয়েছেন বলেও জানিয়েছে।  রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহ থেকে ভাপরতীয়দের উদ্ধার করতে কেন্দ্রীয় সরকার আপারেশন গঙ্গা মিশন চালু করেছে। ইতিমধ্যেই কয়েক হাজার পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। যাইহোক এখনও পর্যন্ত উদ্ধারকাজ চলছে। তবে রাশিয়া যে নিজেকে এখনই যুদ্ধ থেকে সরিয়ে নিচ্ছে না তা স্পষ্ট করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাল্টা ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি আবারও পুতিনকে আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন। 
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury