সংক্ষিপ্ত
রাশিয়া হামলায় ইউক্রেনে আরও গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র। পোল্যান্ডের বিমানবন্দরে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং।
রাশিয়া হামলায় ইউক্রেনে (Russia Ukraine War) আরও গুলিবিদ্ধ এক ভারতীয় ছাত্র। উল্লেখ্য, সদ্য রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযানে প্রাণ গিয়েছে ভারতীয় ছাত্রের। খারকিভে টানা শেলিং ও মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া । এই পরিস্থিতিতে খারকিভে উপস্থিত এক ভারতীয় ছাত্রের মিসাইলের আঘাতে মৃত্যু হয়। সেই মর্মান্তিক ঘটনার রেশ মেলানোর আগেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে ফের আরও এক ভারতীয় ছাত্র ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পোল্যান্ডের বিমানবন্দরে এমনটাই জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং (VK Singh)।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং বৃহস্পতিবার পোল্যান্ডের বিমানবন্দরে জানিয়েছেন, 'কিয়েভের একজন ছাত্রকে গুলি করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে অবিলম্বে কিয়েভের হাসপাতালে ভর্তি করা হয়েছে।' তিনি আরও বলেন, 'ভারতীয় দূতাবাস আগে অগ্রাধিকারের ভিত্তিতে জানিয়ে দিয়েছিল যে, সকলের কিয়েভ ছেড়ে চলে যাওয়া উচিত। যুদ্ধের ক্ষেত্রে বন্দুকের বুলেট কারও ধর্ম এবং দেশের দিকে তাঁকায় না।' ছাত্ররা বর্তমান যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে পোল্যান্ডের সীমান্তে পৌঁছানোর চেষ্টা করছেন। এই পথেই তাঁরা ভারতে নিরাপদে ফিরে আসার চেষ্টা করছেন। চার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি, জ্য়োতিরাদিত্য এম সিন্ধিয়া, কিরেন রিজেজু এবং জেনারেল ভিকে সিং ইউক্রেন সংলগ্ন দেশগুলিতে যুদ্ধে আটকে পরা ভারতীয়দের সরিয়ে নিয়ে আসার জন্য সক্রিয়ভাবে তদারকি করছেন।
আরও পড়ুন, ইউক্রেনবাসীদের জন্য 'টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস', বড় ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের
উল্লেখ্য,সদ্য রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযানে প্রাণ গিয়েছে ভারতীয় ছাত্রের। খারকিভে টানা শেলিং ও মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া । এই পরিস্থিতিতে খারকিভে উপস্থিত এক ভারতীয় ছাত্রের মিসাইলের আঘাতে মৃত্যু হয়।গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর ওই ছাত্রের নাম নবীন শেখরাপ্পা। তিনি খারকিভ জাতীয় মেডিকাল বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়ছিলেন। ২২ বছর বয়েসী নবীনের সঙ্গে ছিলেন তাঁর এক বন্ধু। তিনি স্টুডেন্ট কন্ট্রাক্টটর ছিলেন ।জানা গিয়েছে, তাঁরা কিছু জিনিস কিনতে দোকানে গিয়েছিলেন। তখনই রাশিয়ান সেনা মিসাইল হামলা চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবীন ও তাঁর বন্ধুর।
এদিকে, ইউক্রেনে যারা আটকে রয়েছেন , তাঁদের মধ্যে কিছু সংখ্যক ভারতীয় ইতিমধ্যেই দেশে ফিরেছে। তবে যারা আটকে রয়েছে, তাঁরা নিজেদের ভয়াবহ পরিস্থিতির কথা ইতিমধ্যেই ভিডিওতে শেয়ার করেছেন। সম্প্রতি একটি ভিডিওতে আশঙ্কাজনক খবর উঠে এসেছে। ভিডিওতে 'যোগী-মোদী'কে বাঁচার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রী লখনউয়ের গরিমা মিশ্র।ধরা গলায় বলেন, 'আমাদের এখান থেকে কোথাও যাওয়া নিরাপদ নয়। এখানে থাকাও নিরাপদ নয়।' এদিকে নরেন্দ্র মোদী সরকার 'অপারেশন গঙ্গা' নামক ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য প্রচার শুরু করে দিলেও, এই ভিডিও প্রকাশ্যে আসতেই কঠিন পরিস্থিতিতে দেখে কার্যত আতঙ্কে আটকে পড়া শিক্ষার্থীদের পরিবার।
ভিডিও বার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁরা কতটা অসহায় এবং অনিশ্চিত অবস্থায় রয়েছেন।ইউক্রেনের রাজধানীর কিভ-এ বাঙ্কারে আটকে থাকা গরিমা জানিয়েছেন, 'পড়ুয়াদের একটি দল গাড়িতে কিভ থেকে সীমান্তের দিকে রওনা হয়েছেন। রাশিয়ার সেনাবাহিনী ওই গাড়ি আটকে গুলি চালিয়েছে। তারপর মেয়েদের তুলে নিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গিয়েছে, তা কেউ জানে না।' ওই দলের বার্তা, 'ছাত্রদেরও নাকি কোনও খোঁজ নেই। তাঁদের আরও কিছু বন্ধু বান্ধব ইউক্রেন রোমানিয়া সীমান্তে পৌছলে সেখানে তাঁদের মারধর করা হয়েছে। '