
শীতল জানুয়ারির অপেক্ষায় সারা দেশ
মৌসম ভবনের পক্ষ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে দেশজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। এর ফলে শুধু শৈলশহরগুলিতেই নয়, সমতলেও প্রবল ঠান্ডা থাকতে পারে। শুধু গ্রামাঞ্চলেই নয়, শহরাঞ্চলেও ঠান্ডা অনুভব করা যাবে। শীতে অনেকের সমস্যা হতে পারে, তবে এর ফলে নানা ধরনের উপকারও হতে পারে।
মধ্য-পূর্ব ভারতে শৈত্যপ্রবাহ
মৌসম ভবনের পক্ষ থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে মধ্য ও পূর্ব ভারতে স্বাভাবিকের চেয়ে বেশিদিন শৈত্যপ্রবাহ দেখা যাবে। আবহাওয়া দফতরের ডিরেক্টর-জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র এই সতর্কবার্তা দিয়েছেন। তবে শুধু মধ্য ও পূর্ব ভারতেই নয়, উত্তর ভারতেও প্রবল ঠান্ডা থাকতে পারে। গত মাস থেকেই উত্তর ভারতের বিভিন্ন শহরে কুয়াশার দাপট দেখা যাচ্ছে। চলতি মাসে আবহাওয়া এরকমই থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
ফসল ভালো হওয়ার আশা
আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার জানুয়ারিতে দেশের বিভিন্ন অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকায় গম, রেপসিড, ছোলার মতো শীতকালীন ফসলের চাষ ভালো হবে। এতে কৃষকদের লাভ হতে পারে। ফসল ভালো হওয়া সামগ্রিকভাবে দেশের অর্থনীতির পক্ষে ভালো। এই কারণে এখন যে আবহাওয়া রয়েছে, তা সারা দেশের পক্ষেই উপকারী হতে পারে।
অতিরিক্ত দিন শৈত্যপ্রবাহ
আবহাওয়া দফতরের ডিরেক্টর-জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘বিদর্ভের বিভিন্ন অংশ, পার্শ্ববর্তী মারাঠাওয়াড়া, মধ্যপ্রদেশের বিভিন্ন অংশ, উত্তরপ্রদেশের পূর্ব অংশ ও বিহারের বিভিন্ন অংশে চলতি মাসে অতিরিক্ত তিন দিন শৈত্যপ্রবাহ থাকতে পারে।’ আবহাওয়ার এই অবস্থার কারণেই সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে ফসল ভালো হবে। দেশের অন্য অংশগুলিতেও ঠান্ডা আবহাওয়া থাকায় শীতকালীন ফসলের চাষ ভালো হবে।
শীতকালীন ফসলের উপযুক্ত আবহাওয়া
শীতকালীন ফসল গম, রেপসিড, ছোলা সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে চাষ করা হয়। এই ধরনের ফসলের ভালো ফলনের জন্য ঠান্ডা আবহাওয়া দরকার। এবার সেই আবহাওয়া রয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪ সালের অক্টোবরের চেয়ে ২০২৫ সালের অক্টোবরে সারা দেশে ১.১ শতাংশ বেশি শীতকালীন ফসলের বীজ রোপন করা হয়েছে। উপযুক্ত আবহাওয়া থাকায় ফলন ভালো হবে বলে আশায় কৃষকরা।
গমের ফলন ভালো হচ্ছে
উত্তর ভারতের রাজ্যগুলির মধ্যে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ এবং মধ্যভারতের রাজ্য মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি গমের চাষ হয়। এবার এই রাজ্যগুলিতে গমের ফলন ভালো হতে চলেছে। ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলির কৃষকদের লাভ হতে চলেছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে এই সুখবর দেওয়া হয়েছে। গমের ফলন ভালো হলে সারা দেশেরই উপকার হবে।